বিপিএলের এই আসরে দ্বিতীয় দফায় মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
বিপিএলের দশম আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। এদিকে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তামিমের বরিশাল। তাই শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে ফরচুন বরিশালের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।
টস জিতে বরিশালের অধিনায়ক তামিম বলেন, ‘আমরা আগে বোলিং করব, এখানে শুরুতে বোলাররা সহায়তা পাবে। খুলনাকে হারাতে আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। দলে দুটি পরিবর্তন থাকছে। দুনিথ ওয়েলালেজের জায়গায় খেলবেন শোয়েব মালিক। প্রীতমের পরিবর্তে এসেছেন তাইজুল ইসলাম।’
এখন পর্যন্ত টুর্নামেন্টে কোন ম্যাচ না হারা খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, ‘এটা একটা ভালো আসর। আশা করি আমরা আমাদের ভালো খেলা ধরে রাখতে পারব। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাবো। এভিন লুইস ইনজুরির কারণে খেলতে পারবেন না, তার পরিবর্তে থাকবেন ফাহিম আশরাফ।’
এর আগে মিরপুরে প্রথম দেখায় ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছিল খুলনা টাইগার্স। সেই ম্যাচে খুলনার অধিনায়ক এনামুল হক বিজয় ৪৪ বলে করেন অপরাজিত ৬৩ রান। আরেক ওপেনার এভিন লুইস খেলেছিলেন ২২ বলে ৫৩ রানের বিধ্বংসী এক ইনিংস যদিও এই ম্যাচে ইনজুরির কারণে থাকছেন না তিনি।
এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশাল শিবিরে ফিরেছেন অভিজ্ঞ পাক ব্যাটার শোয়েব মালিক। যদিও ঢাকা পর্বে খেলা তিন ম্যাচে জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার। বিপিএলের এই আসরে খেলা তিন ম্যাচে করেছেন মোটে ২৯ রান এবং বল হাতে নিয়েছিলেন ১ উইকেট। তবে দল নিঃসন্দেহে তাকিয়ে থাকবে ফর্মে থাকা ব্যাটার মুশফিক-রিয়েদের দিকে।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শোয়েব মালিক, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, আকিফ জাভেদ, মোহাম্মদ ইমরান।
খুলনা টাইগার্স একাদশ : আনামুল হক (অধিনায়ক), পারভেজ হাসান ইমন, আফিফ হোসেন, দাশুন সানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ, মোহাম্মদ নওয়াজ।
আরও পড়ুন: আগ্রাসী ব্যাটিংয়ের পর তাসকিন জানালেন হতে চান ভালো টেল-এন্ডার
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৪/এফএএস