Connect with us
ক্রিকেট

মালানের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে তামিমের দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস

Tamim Iqbal Facebook post
তামিম ইকবালের ফেসবুক স্ট্যাটাস। ছবি- ফেসবুক

চলমান বিপিএলে যেন বিতর্ক পিছুই ছাড়ছে না ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই টাইগার ক্রিকেটারের বিভিন্ন কর্মকান্ড। রংপুর রাইডার্সের কাছে হারের পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম। সেখান থেকেই হয়েছিল ধারাবাহিকতার শুরু।

এরপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির রহমানের উদ্দেশ্য তার করা একটি মন্তব্য স্টাম্প মাইকের মাধ্যমে শুনেছিল খেলা দেখা দর্শকরাও। সেবারও সামাজিক মাধ্যমে হয় করা সমালোচনা। এছাড়া বিসিবি সভাপতি মঞ্চে উঠতে দেরি করায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও নিতে আসেননি তামিম। এবার নিজ দলের সতীর্থের সঙ্গেই দ্বন্দ্বের খবর ছড়ায় সামাজিক মাধ্যমে।

তবে সেই প্রসঙ্গে তামিম ইকবাল দিয়েছেন নিজের ব্যাখ্যা। আজ দুপুরে তিনি নিজের ফেসবুক পেইজে করেন দীর্ঘ এক স্ট্যাটাস। যেখানে তিনি উল্লেখ করেন ডাভিড মালানের সঙ্গে কোন ঝামেলা হয়নি তার। টিভি পর্দার দু একটি বিষয় দেখে পুরো ঘটনা বিচার না করার পরামর্শ দিয়েছেন তিনি।

মূলত চিটাগং কিংসে বিপক্ষে মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে উইকেট বিলিয়ে আসতে হয় তামিম ইকবালকে। সেই বিষয়ে কিছুটা মনঃক্ষুণ্ণ হতে দেখা যায় তাকে। পরবর্তীতে মাঠে কিছু একটা বলেন মালান। তবে এই প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেয়া স্ট্যাটাসে তামিম বলেছেন, তাকে নয় বরং মালান জবাব দিয়েছিলেন প্রতিপক্ষ কোন ফিল্ডারকে।


আরও পড়ুন:

» জয়ের কাছে গিয়েও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

» সেঞ্চুরি করেও এনামুলের আফসোস রাজশাহীকে না জেতাতে পারার


দীর্ঘ সেই পোস্টে তামিম লিখেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’

বিষয়টিকে স্বাভাবিক উল্লেখ করে তিনি জানান, ‘মাঠে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝি হতে পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

পুরো বিষয় না জেনে কোন ধারণা না করার আহ্বানও জানান তামিম, ‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে।’

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট