![Tamim Iqbal](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Tamim-Iqbal-5.jpg.webp)
বিপিএলের একাদশ আসরের মাঝপথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের আর্ন্তজাতিক ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির ঘোষণা দেন তামিম ইকবাল। এবার সেই সাবেক ক্রিকেটারের হাত ধরেই টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। ফাইনাল শেষে তামিমকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেয় বিসিবি।
টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচে চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে দারুন এক জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট। এরপর নিজের বিদায়ী বার্তায় ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলেন তামিম।
দেশের তরুণ ক্রিকেট ভক্তদের প্রতি তিনি এক অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কোনো তামিমিয়ান নেই, কোনো সাকিবিয়ান নেই, কোনো মাশরাফিয়ান নেই। তবে একটা জিনিস আছে, আর সেটা হলো বাংলাদেশ। এই বিভক্তির বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়, দয়া করে এসব বন্ধ করুন। এটাই আমার শেষ কথা।’
আরও পড়ুন:
» চিটাগংকে হারিয়ে ২০২৫ বিপিএলের চ্যাম্পিয়ন বরিশাল
» মাদ্রিদ ডার্বিসহ আজকের খেলা (৮ ফেব্রুয়ারি ২৫)
কোনো নির্দিষ্ট ক্রিকেটারকে নয়, বরং বাংলাদেশকেই সমর্থন দেওয়ার আহবান জানালেন তিনি, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ভক্ত। কিন্তু যখন দল খেলবে, তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে নতুন দলকে সমর্থন করুন, তারা ভুল করবে, কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল। দয়া করে সবাই একসঙ্গে থাকুন।’
তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ২০০৭-২০২৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি ৭০ টেস্টে ৫১৪৯ রান (১০ সেঞ্চুরি), ২৪১ ওয়ানডেতে ৮৩১৩ রান (১৪ সেঞ্চুরি) এবং ৭৮ টি-টোয়েন্টিতে ১৭৫৮ রান (১ সেঞ্চুরি) করেছেন। সবমিলিয়ে ৪৪৮ ইনিংসে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫১৯২ রান করেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)