
দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে বিপিএলের দশম আসরে প্রথম শিরোপার দেখা পায় দক্ষিণাঞ্চলের ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল। এর আগে কয়েকবার ফাইনালে হারলেও ফ্রাঞ্চাইজিটির নতুন মালিক মিজানুর রহমানের অধীনে প্রথম সফলতার দেখা পায় তারা। তবে শিরোপা ধরে রাখার মিশনে খেলতে নেমে বিপিএলের একাদশ আসরে শিরোপা ঘরে তুলেছে তারা। এ নিয়ে সবশেষ চার আসরে ৩ ফাইনাল খেলে ২টি শিরোপা জয় করেছে দক্ষিণাঞ্চলের এই ফ্রাঞ্চাইজিটি।
বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার কথা ছিল ফ্রাঞ্চাইজিটির। তবে বিভিন্ন কারণে যেতে পারেনি তারা। বার সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না তামিমরা। গতকাল চিটাগংকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, ‘আমরা গতবার জেতার পর বরিশাল আসতে পারিনি। তবে এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, এবার ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’
আরও পড়ুন:
» বিপিএলের প্রতিটি আসরের চ্যাম্পিয়ন-রানার্সআপ কারা
» রাজনীতিতে আসার প্রসঙ্গে যা বললেন তামিম
আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) দুই ট্রফি নিয়ে বরিশাল যাবে তামিম ও তার দল। বরিশালের বেলস পার্কে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত উপস্থিত থাকবেন তারা। সেখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন দলটির মালিক মিজানুর রহমান।
আজ শনিবার ফ্রাঞ্চাইজিটির প্রকাশিত এক ভিডিওতে মিজানুর বলেন, ‘আমরা আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে পুরো দল নিয়ে বরিশালে যাবো। ২০২৪ ও ২০২৫ দুটো ট্রফি নিয়েই আমরা আসছি। আমরা দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত বেলস পার্কে থাকবো। ছোটোখাটো কনসার্টেরও আয়োজন করা হয়েছে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এই প্রত্যাশা করছি।’
এছাড়া তামিমও এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘ইনশাল্লাহ আগামীকাল বরিশালে দেখা হবে।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিপিএলের ইতিহাসে ফাইনালে আগে ব্যাট করে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় ফরচুন বরিশাল।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৫/বিটি
