Connect with us
ক্রিকেট

প্রতিপক্ষের মাঠেও সমর্থন পাবে তামিমের দল, মনে করেন মালান

Dawid Malan talk about Tamim's team Fortune Barishal
ফরচুন বরিশাল নিয়ে মালানের মন্তব্য। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তামিম ইকবাল। তবে নিজের ছন্দে যেন এতটুকু ঘটতে দেননি পতন। গেল বিপিএলে যেখানে শেষ করেছিলেন, এবার যেন শুরু করলেন সেখান থেকেই। নিজের দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি দলকে নেতৃত্ব দিচ্ছেন অসাধারণ ভাবে। এবার বিদেশি সতীর্থ ডাভিড মালানের কাছ থেকে পেলেন প্রশংসা।

এদিকে চট্টগ্রামের মাঠে আজ রয়েছে তামিমের বরিশালের ম্যাচ। যেখানে হোম টিম চিটাগং কিংসের বিপক্ষেই খেলবে ঘরের ছেলে তামিম। চট্টলায় তাই ঘরের টিমের বিপক্ষে কতটা সমর্থন পাবেন এই টাইগার ক্রিকেটার, তা নিয়ে ছিল প্রশ্ন। তবে মালান মনে করেন প্রতিপক্ষের মাঠেও সমর্থন পাবেন তামিমের ফরচুন বরিশাল। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই তারকা ইংলিশ ক্রিকেটার।

অধিনায়ক হিসেবে তামিমের প্রশংসা করেন মালান। এছাড়া দল পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘তামিম দারুণভাবে দল পরিচালনা করছে। কে খেলছে, কে খেলছে না, কেন খেলছে না এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে রাখে। দল খুশি, স্পিরিটও ভালো। এটা এমন একটা দল যা ভালো খেলোয়াড়ে ভরপুর।’

প্রতিপক্ষের মাঠেও সমর্থন পেতে পারে বরিশাল, মনে করেন মালান, ‘চট্টগ্রাম তামিমের চেনা, ব্যাপারটা আশা করি আমাদের সহায়তা করবে। তবে গত রাতের ম্যাচে দেখলাম চিটাগং কিংস প্রচুর দর্শকের সমর্থন পেয়েছে। তারা খুব ভালো দল, ভালো খেলছেও। তাই দর্শক সমর্থন ওদের পক্ষে থাকলে অবাক হব না।’


আরও পড়ুন:

» বিপিএলের জমজমাট ম্যাচসহ আজকের খেলা (১৯ জানুয়ারি ২৫)

» রিশাদ যত টুর্নামেন্ট খেলবে, তত উন্নতি করবে : ডেভিড মালান


শুরুর দিকে ম্যাচ খেলার সুযোগ না পাওয়া প্রসঙ্গে মালান বলেন, ‘আমাদের স্কোয়াড সত্যিই অনেক বড়। মনে হচ্ছে দলে ৫০ জন ক্রিকেটার। এত খেলোয়াড় থাকলে তাদের সুযোগ দেওয়া একটু কঠিন। সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে। লোকালরা ব্যালেন্স ঠিক রাখছে, ব্যাপারটা খুব ভালো। মেয়ার্স বল করতে পারে, এজন্য সে প্রাধান্য পেয়েছে।’

বিপিএলে সুযোগ পেয়ে ঠিক ভাবে খেলতে না পারাকেও হতাশার বলছেন তিনি, ‘এখন একসাথে চারটা টুর্নামেন্ট চলছে। আপনি কখনই বেঞ্চে বসে থাকতে চাইবেন না। ব্যাপারটা হতাশাজনক। সেই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হতাশার। আমাদের সামনে অন্য লিগে খেলারও সুযোগ ছিল। এটাই বাংলাদেশে চ্যালেঞ্জ। এখানে আপনাকে ভালো খেলে একাদশে জায়গা করে নিতে হবে।’

মালান উল্লেখ করেন বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিরা কীভাবে কাজ করছে তার জানা নেই। নিজেদের সেরা খেলোয়ারদের একাদশে জায়গা করে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। কেবল অর্থের জন্য নয়, তারা আসলে খেলতে চায়। তবে খেলাটা একার নয়, দলগত আর তাই কেবল দল চাইলে পাওয়া যাবে খেলার সুযোগ।

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট