সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে অনেকদিন ব্যস্ত সময় পার করার পর তেমন বিশ্রামের সুযোগ পাইয়নি দেশীয় ক্রিকেটাররা। বিপিএল শেষে কেউ কেউ খেলছেন ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে, আবার কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছেন ঘরোয়া ক্রিকেটে। তবে জাতীয় দলে না থাকায় ঘরোয়া ক্রিকেটেই ব্যস্ত হয়ে পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
আজ সোমবার (১১ মার্চ) থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৩-২৪ মৌসুম। নতুন মৌসুমে তামিম ইকবালের নেতৃত্বে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক।
এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক। তবে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি অধিনায়ক তামিম। মাত্র ১৭ রান করেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার। এরপর শাহাদাত হোসেনের ২৮, নাজমুল অপুর ৪০ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ৪৭ ওভারে ১৯৬ রান তুলে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। শাইন পুকুরের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট শিকার করেছেন মুকিদুল ইসলাম।
১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে মাত্র ১২৫ করেই গুটিয়ে যায় শাইনপুকুর। ৭১ রানে জয় পায় প্রাইম ব্যাংক। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন আরাফাত সানি। প্রাইম ব্যাংকের হয়ে ৪ টি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।
এছাড়া ব্যাট ৪০ রানের পর বল হাতে ১ টি উইকেট শিকার করে ম্যাচসেরা নাজমুল অপু।
আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচ জয়ে রাঙাল সাকিবহীন শেখ জামাল
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এমটি