Connect with us
ক্রিকেট

পুরনো স্মৃতি রোমন্থন করে তানজিদ তামিমের বিশ্বজয়ের বার্তা

U19 world Cup 2020 champion Bangladesh- Tanzid Hasan Tamim
বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়। ছবি- তানজিদ তামিম

২০২০ সালের সেই স্মৃতি সহজেই ভুলে যেতে পারবে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। যখন প্রথমবারের মতো কোন আইসিসি ইভেন্টের বৈশ্বিক শিরোপা জয় করেছিল টাইগাররা। অবশ্য সেই আনন্দঘন মুহূর্ত আসে জুনিয়র ক্রিকেটারদের হাত ধরে। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তানজিদ হাসান তামিম।

বর্তমানে তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ এক সদস্য। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলার জন্য এরই মধ্যে উড়াল দিয়েছেন এই টাইগার ওপেনার। দেশ ছাড়ার আগে তিনি দিয়ে রেখেছেন নতুন এক বার্তা। স্মৃতিচারণ করেছেন অতীতের সেই বিশ্বজয়ের ইতিহাস। আর স্বপ্ন দেখছেন তার চেয়েও বড় কিছু অর্জন করার।

গতকাল মধ্যরাতে দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমিয়েছেন টাইগার ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলের অংশ হিসেবে তানজিদ তামিমও রয়েছেন সেখানেই। এদিকে গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ২০২০ সালের সেই বিশ্বজয়ের স্মৃতিকেই জাগিয়ে তুললেন জুনিয়র তামিম। যুব বিশ্বকাপ জয়ের পর এবার বড়দের হয়ে কিছু করার বার্তা দিলেন।


আরও পড়ুন:

» আইপিএল শুরুর দিনক্ষণে আসছে পরিবর্তন!

» ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে জিতল না কেউ, বাড়ল অপেক্ষা


যেখানে বৈশ্বিক সেই শিরোপা জয়ের ছবি প্রকাশ করে তানজিদ তামিম ক্যাপশনে লিখেছেন, ‘অতীত ফিসফিস করে, আমাকে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা দেয়।’ ঠিক তার আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে দলীয় ফটো সেশনের ছবি প্রকাশ করে এই টাইগার ক্রিকেটার লিখেছিলেন, ‘লক্ষ্য বহুদূর।’

ঠিক একই ধরনের বার্তা যেন দেশে নিজেদের সর্বশেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে তিনি কোন রাখঢাক না রেখেই দ্বিধাহীন ভাবে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার প্রত্যাশার কথা জানিয়েছেন। দেশ ছাড়ার পর তিনিও ফেসবুকে উড়ার বার্তা দিয়ে লেখেন, ‘ইতোমধ্যে তোমার ডানা রয়েছে, এখন কেবল উড়ার পালা।’

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। টুর্নামেন্ট উদ্বোধনের পরবর্তী দিনেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি প্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। এদিকে বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও থাকছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট