Connect with us
ক্রিকেট

গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম

tanjim hasan sakib
তানজিম হাসান সাকিব। ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে মাঠ মাতাবেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। এই টুর্নামেন্টে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের জার্সিতে মাঠে নামবেন ডান-হাতি এই পেসার। গায়ানা তাকে দলে ভিড়িয়েছে এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তানজিম।

প্রথমবারের মত পর্দা উঠতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের। এ টুর্নামেন্ট ৫ দেশের ৫ টি ফ্রাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করবে। চলতি বছরের ২৬ নভেম্বর শুরু হবে এবং ডিসেম্বরের ৭ তারিখে শেষ হবে এ টুর্নামেন্টটি। গায়ানার পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

এ টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে মুখোমুখি হবে। অর্থাৎ তানজিম এই টুর্নামেন্টে খেললে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলবেল। লিগ পর্ব শেষে শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

তবে তানজিমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ গ্লোবাল সুপার লিগ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের।সিরিজের প্রথম টেস্ট ২২ নভেম্বর। তানজিমের এখনও টেস্টে অভিষেক হয়নি। এই সফরের টেস্ট দলেও না থাকলে তাই তাঁর এ টুর্নামেন্টে খেলার সুযোগ হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। তার আগেই শেষ হয়ে যাবে গ্লোবাল সুপার লিগ।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটারকে না পাওয়ার শঙ্কা রয়েছে গায়ানার। শামার জোসেফ, গুড়াকেশ মোতিদের গায়ানার হয়ে খেলার কথা আছে। তবে তাদের টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা অনেক বেশি।

দেশের বাইরে এখনও কোনো লিগে অংশগ্রহণ করেননি তানজিম। তবে তিনি ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০টি উইকেট শিকার করেছেন এই পেসার। বর্তমানে কিছুটা চোটে ভুগছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে চোটের কারণে ছিটকে গিয়েছেন তরুণ এ পেসার।

আরও পড়ুনঃ আল আইনের জালে গোল উৎসব করে বড় জয় রোনালদোদের

ক্রিফোস্পোর্টস/৬ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট