Connect with us
ক্রিকেট

তানজিম সাকিবের স্ট্যাটাস ইস্যুতে যা বলছে ক্রিকেট বোর্ড

এশিয়া কাপে অভিষেক ম্যাচে পেসার তানজিম হাসান সাকিব। ছবি- গুগল

ছোট্ট একটি ক্যারিয়ার, স্বপ্ন সবেমাত্র আলোর মুখ দেখছিল জাতীয় দলে সদ্য অভিষিক্ত ক্রিকেটার তানজিম হাসান সাকিবের। এশিয়া কাপে ভারতের বিপক্ষে স্বপ্নের মতোই উত্থান হয়েছে তরুণ এই ক্রিকেটারের। ম্যাচে ভারতের ব্যাটিং লাইন ধসিয়ে দেওয়া এই ক্রিকেটারকে নিয়ে যখন ক্রিকেট পাড়ায় আলোচনা তুঙ্গে, তখনই বিতর্ক পিছু নিয়েছে।

মুদ্রার উল্টো পিঠের মতো, কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। কয়েক বছর আগে কর্মজীবী নারীদের নিয়ে ফেসবুকে তার এক মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা। তার সেই নেতিবাচক স্ট্যাটাস নিয়ে দেশ জুড়ে পক্ষে বিপক্ষে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

এদিকে এ ঘটনার পর তোপের মুখে রয়েছেন জুনিয়র সাকিব। এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) নজর এড়ায়নি। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে বোর্ড।

এএফপিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, এ বিষয়টি আমাদের নজরে রয়েছে। আমরা এটি খতিয়ে দেখছি।

জালাল ইউনুস বলেন, ‘আমরা ওর (তানজিম সাকিব) সঙ্গে কথা বলবো। আগে কথা বলে নেই, তারপর এ বিষয়ে জানাবো। ওর হয়তো কিছু একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টাই আগে ওর কাছ থেকে জানতে চাচ্ছি।’

পেসার তানজিম সাকিব এ পর্যন্ত ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এছাড়া ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।

আরও পড়ুন: এশিয়া কাপ: কোন দল কত টাকা প্রাইজমানি পেল?

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট