Connect with us
ক্রিকেট

নিষিদ্ধ হলেন তানজিম সাকিব, খেলতে পারবেন না ২ ম্যাচ

Tanzim Hasan Shakib
ঘরোয়া ক্রিকেট নিষিদ্ধ হয়েছেন তানজিম সাকিব। ছবি- সংগৃহীত

বাইশ গজে আগ্রাসী মনোভাবের জন্য বেশ পরিচিত তানজিম হাসান সাকিব। অনূর্ধ্ব-১৯ দল, জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট- সবজায়গাতেই প্রতিপক্ষ ব্যাটারদের প্রতি তার আগ্রাসী মনোভাব প্রকাশ পেয়েছে। চলমান বিপিএলেও প্রতিপক্ষ ব্যাটারদের প্রতি আগ্রাসী হতে দেখা গেছে এই তরুণ পেসারকে। যে বড় দুঃসংবাদও পেয়েছেন সিলেট স্ট্রাইকার্স তারকা।

বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে প্রতিপক্ষের এক ব্যাটারকে আউটের পর আগ্রাসী মনোভাব দেখিয়ে শাস্তি পেয়েছেন তানজিম সাকিব। চলমান বিপিএলে ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়ে ঘরোয়া ক্রিকেটে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই পেসার।

চিটাগং কিংসের বিদেশি ক্রিকেটার গ্রাহাম ক্লার্ককে আউট করে আগ্রাসী মনোভাব দেখান সাকিব। এসময় বিষয়টি ম্যাচ অফিসিয়ালদের নজরে আসে। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান তাকে দুটি ডিমেরিট পয়েন্ট দেন। একইসঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন।


আরও পড়ুন:

» ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

» টিকিট বিক্রিতে আয়ের রেকর্ড গড়েছে এবারের বিপিএল


এর আগে খুলনা টাইগার্সের বিপক্ষে একটি ম্যাচে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে আউট করে আগ্রাসী মনোভাব দেখান সাকিব। পরবর্তীতে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান তানজিমকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন। সেই সঙ্গে নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছিল।

সবমিলিয়ে ২৪ মাসে চারটির বেশি ডিমেরিট পয়েন্ট থাকায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তানজিম। তবে এটা শুধু ঘরোয়া ক্রিকেটেই কার্যকর থাকবে। সেক্ষেত্রে আগামী আগামী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশ নিলে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না এই পেসার।

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট