হাঁটুর চোটের কারণে এবাদতকে দেশে রেখেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে স্টান্ডবাই রাখা ডানহাতি পেসার তরুণ তুর্কি তানজিম হাসান সাকিবকে।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এবাদত। বল ছাড়ার ঠিক আগে আম্পায়ারের গাজী সোহেলের সঙ্গে হালকা ধাক্কা লাগায় ‘ফ্ল্যাট ফুট ল্যান্ডিং’ করায় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।
প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বিসিবি থেকে বলা হয়েছিল চোট গুরুতর নয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর লম্বা বিশ্রাম দেওয়া হয় তাঁকে। তবে এশিয়া কাপের ক্যাম্পে প্রথম থেকেই ছিলেন তিনি। টানা অনুশীলনে থাকায় হাঁটুতে আবারও সমস্যা অনুভব করেন এবাদত।
পরবর্তীতে ফিজিও ও ট্রেনারের কাছ থেকে রিপোর্ট পেয়ে নির্বাচকরাও জানিয়ে দেন, এশিয়া কাপে যাচ্ছে না এবাদত।
এশিয়া কাপের নতুন সংযোজন হিসেবে জাতীয় দলের টেস্ট পেসার খালেদও ছিলেন পছন্দের তালিকায়। তবে, অবশেষে দলে নেয়া হয়েছে যুব বিশ্বকাপ জেতা তানজিম সাকিবকে।
জানানো হয়েছে, নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে রেখে তাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হবে।
আরও পড়ুন: নেইমার-রোনালদোর পথেই মেসির ‘বডিগার্ড’ ডি পল
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৩/এমএইচ