Connect with us
ক্রিকেট

তানজিম সাকিবের জোড়া উইকেট, জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু দলের

Guyana worriers and Tanzim Sakib
গায়ানার হয়ে তানজিম সাকিব। ছবি- সংগৃহীত

শুরু হয়েছে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে তানজিম হাসান সাকিবের গায়ানা আমাজন ওয়ারিয়র্স। আর প্রথম ম্যাচে মাঠে নেমেই জয় তুলে নিয়েছে তারা। ভালো বোলিংয়ে শুরুতেই নজর কেড়েছেন টাইগার পেসার সাকিব।

আজ বুধবার ভোরে লাহোর কালান্দার্সের মুখোমুখি হয় গায়ানা। যেখানে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি দলকে ৬ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে তানজিম সাকিবরা। এদিন ৩.২ ওভার বল করে ২০ রান খরচায় ২ উইকেট শিকার করেন এই টাইগার পেসার।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে সাকিব-প্রিটোরিয়াসদের বোলিং তোপে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে ১৩ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে নেয় গায়ানা ওয়ারিয়র্স। সাকিব ছাড়াও এদিন ৪ উইকেট শিকার করেন ডোয়াইন প্রিটোরিয়াস। জোড়া উইকেট পান হাসান খান।

আরও পড়ুন:

» টানা দুই জয়ে প্লে-অফের আশা বাঁচালো সাকিবের বাংলা টাইগার্স

» বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২৭ নভেম্বর ২৪)

ম্যাচে এদিন গায়ানাকে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন সাকিব। যা ছিল এবারের টুর্নামেন্টের প্রথম উইকেট। মির্জা তাহির বেগকে ফিরিয়ে বিদেশি টুর্নামেন্টে প্রথম উইকেটের দেখা পান এই টাইগার ক্রিকেটার। এরপর ইনিংসের শেষ উইকেটও তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ৬ চ্যাম্পিয়ন দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হচ্ছে এই গ্লোবাল সুপার লিগ। সেখানে রয়েছে বাংলাদেশের দল রংপুর রাইডার্সও। গেল বারের চ্যাম্পিয়নরা আগ্রহ না দেখানোয় সুযোগ পায় রংপুর। এদিকে তানজিম সাকিবকে দলে নিয়েছে গায়ানা ওয়ারিয়র্স। 

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট