মাঝে এক ম্যাচ পরাজয়ের পর আবারও জয়ের ধারায় ফিরেছে তানজিম সাকিবের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। গ্লোবাল সুপার লিগে নিজেদের খেলা তিন ম্যাচে দুই জয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। এতে করে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনেকটাই সহজ হয়ে গেছে তানজিম সাকিবদের জন্য।
৬ দল নিয়ে অনুষ্ঠিত এই গ্লোবাল টুর্নামেন্টে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। সকল দলের খেলা শেষে শীর্ষ দুই দল টিকিট পাবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেলার। নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে গায়ানা। সেই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত; হারলেও সুযোগ থাকবে সাকিবদের সামনে।
আজ সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে হ্যাম্পশায়ারের মুখোমুখি হয়েছিল গায়ানা। যেখানে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে তানজিম সাকিবরা। এই ম্যাচেও উইকেট পেয়েছেন তরুণ টাইগার পেসার। নিজের প্রথম ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। আলাস্তাইর ঔরকে রানের খাতা খুলতে না দিয়েই বোল্ড আউট করেন তিনি।
আরও পড়ুন:
» আবারও জেতা ম্যাচ হেরে বসল রংপুর রাইডার্স
» বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২ ডিসেম্বর ২৪)
এদিন আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৪৬ রান তুলতে পারে হ্যাম্পশায়ার। যেখানে তাদের বিপক্ষে দারুন ইকোনোমিকাল বোলিং করেছিলেন সাকিব। যদিও নিজের শেষ ওভারে ২ ছক্কায় ১৬ রান হজম করেন তিনি। তবে চার ওভারে সব মিলিয়ে ২৬ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন সাকিব। গোটা টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে ৪ উইকেট পেয়েছেন তিনি।
রান তাড়া করতে নেমে শুরুর দিকে পরপর দুই ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়ে দারুন খেলতে থাকে গায়ানা। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে ফেলে তানজিম সাকিবের দল। এতে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে আছে ভিক্টোরিয়া। এদিকে রংপুর রাইডার্স দুই জেতা ম্যাচ হেরে টেবিলের তলানিতে রয়েছে।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/এফএএস