বিপিএলের এবারের আসরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারেনি স্পিনার কিংবা পেসাররাই। তবে দেশি বোলাররাই রয়েছে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে। বল হাতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভীর ইসলাম।
বাংলাদেশি বোলার শুধু শীর্ষেই নয়, সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ তিন জনই দেশি। মাত্র ১৩ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন তানভীর। প্রতি উইকেট নিতে খরচ করেছেন প্রায় ১৮ রান। আর বেস্ট বোলিং ফিগার ৩৩ রানে ৪ উইকেট।
তানভীরের সমান উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার দুই নম্বরে রয়েছেন রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। তবে তানভীরের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছেন তিনি। প্রতি উইকেটের জন্য হাসান খরচ করেছেন প্রায় ২৫ রান। ১২ রানে ৩ উইকেট তার বেস্ট বোলিং ফিগার।
এদিকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে অবস্থান ঢাকা ডমিনেটর্সের দলনেতা নাসির হোসেন। ১৬টি উইকেট নিয়ে তিনে রয়েছেন ঢাকার দলনেতা নাসির হোসেন।
এছাড়া চারে ও পাঁচে অবস্থান করছেন আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ আমির। ওমরজাই ১৫টি ও মোহাম্মদ আমির ১৪টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: বিপিএলের শীর্ষ পাঁচ রান সংগ্রাহকই বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস /১৭ফেব্রুয়ারি২৩/এসএ