চলমান আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের সফলতম বোলারও তিনিই ছিলেন। ফিজ ছাড়াও আরও এক বাংলাদেশি পেসারকে এবার হয়ত আইপিএলে খেলতে দেখা যেত। তিনি বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত বিসিবির অনাপত্তির কারণে নিলাম থেকে নাম সরিয়ে নেন তিনি।
এবারের আসরে তাসকিনের দল পাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। বিষয়টি তাসকিন নিজেই জানিয়েছিলেন, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস তাকে দলে নিতে আগ্রহী ছিল।
কিন্তু বাঁধ সাধে বিসিবি তাই আর কোন দলের সঙ্গে চুক্তি করেননি তিনি। তবে এ নিয়ে আফসোস না করে তাসকিন প্রত্যাশা করেন, ভবিষ্যতে আরও সুযোগ পাবেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল ম্যাচের আগে আজ (০৯ মে) সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন ডান হাতি পেসার। সেখানে আইপিএল খেলার সুযোগ মিস করা প্রসঙ্গে কথা বলেছেন তাসকিন।
তিনি বলেন, ‘যা চলে গেছে সেটা আমার নিয়ন্ত্রণে নেই। সামনে অবসর সময়ে পেলে তখন খেলবো ইনশাআল্লাহ। সামনে আইপিএল ছাড়াও আরও কিছু লিগ আছে। আমার বডি টাইপ বা বোলিং টাইপ কিছুটা ভিন্ন হওয়ায় এবার হয়ত যাওয়া হলো না। ইনশাআল্লাহ ভবিষ্যতে খেলবো, আফসোস নাই দোয়া করবেন।’
টাইগারদের এখন লক্ষ্য পুরোপুরি বিশ্বকাপকে ঘিরে। এবারের বৈশ্বিক আসরে তারা ভালো করতে চায়। তাই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সেভাবেই প্রস্তুত করছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘আমাদের এখন একমাত্র লক্ষ্যই হলো বিশ্বকাপ। আমরা সব সময়ই যেখানেই খেলি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না যেমন অপজিশন, কন্ডিশন, কোথায় খেলছি। ক্রিকেটাররা মাঠে যেখানেই খেলুক সেরাটা দেওয়ার চেষ্টাই করে। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও আমার লক্ষ্য থাকে নিজের সেরাটা খেলা।’
আরও পড়ুন: ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে তাসকিন-হৃদয়, লিটনের অবনতি
ক্রিফোস্পোর্টস/৯মে২৪/এমএস/বিটি