ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মেগা নিলাম ঘিরে ক্রিকেট সমর্থকদের মধ্যে ছিল উন্মাদনা। টাইগার সমর্থকদের সেই উন্মাদনার উত্তাপে এক প্রকার পানি ঢেলে দেওয়া হয়েছে। আইপিএল-২০২৫ এর মেগা নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। মুস্তাফিজ-রিশাদ হোসেনদের নাম নিলামে উঠলেও ডাকাই পাননি তাসকিনরা। অথচ আগের সব রেকর্ড ভেঙে এবারই সবচেয়ে বেশি (১২ জন) ক্রিকেটারকে ছাড় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এদিকে সৌদির আল-জোহর অ্যারেনায় মেগা নিলাম উত্তাপ ছাপিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন টাইগার পেসার তাসকিন আহমদে। আইপিএলে ডাক না পাওয়ার দিনেই যেন নিজেকে ফিরে পেলেন বাংলাদেশের এই স্পিড স্টার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে ইতিহাস লিখেছেন তাসকিন।
অ্যান্টিগা টেস্ট বাংলাদেশের ব্যাটাররা যখন দলকে খাঁদের কিনারায় নিয়ে যান, তখন বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে আশার আলো জ্বালিয়ে রাখেন হার না মানা তাসকিন। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের একাই ধসিয়ে দিয়েছেন এই টাইগার পেসার।
আরও পড়ুন :
» বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টসহ আজকের খেলা (২৬ নভেম্বর ২৪)
» ১৩ বছরেই দল পেলেন আইপিএলে, কে এই বৈভব?
» ইনিংস ঘোষণার পর শুরুতেই তাসকিন-শরিফুলদের সাফল্য
৬৪ রান দিয়ে ৬ উইকেটে। এটিই তাসকিন আহমেদের ক্যারিয়ারসেরা বোলিং। তাসকিন ঝড়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা।
এদিকে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ফাইফারের কীর্তি স্পর্শ করেছেন তাসকিন। টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস- ৪৫০/৯ ডি. — দ্বিতীয় ইনিংস- ১৫২/১০
বাংলাদেশে : প্রথম ইনিংস- ২৬৯/৯ ডি. — দ্বিতীয় ইনিংস- ১০৯/৭
ক্রিফোস্পোটর্স/২৬নভেম্বর২৪/এসএ