ম্যাচ শুরুর আগে জানা যায় অনাকাঙ্খিত এক ঘটনা। বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করলে দেশিদের নিয়েই মাঠে নামে তাসকিন আহমেদের দল দুর্বার রাজশাহী। লো স্কোরিং ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে পারদে পারদে। শেষ পর্যন্ত মাত্র ২ রানে রংপুর রাইডার্সকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় রাজশাহী। তবে সব কিছুর আড়ালে বিপিএল ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন তাসকিন।
এদিন রাজশাহীর দেয়া মাত্র ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। তবে ম্যাচে তখন একাই লড়াই টিকিয়ে রেখেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ পর্যন্ত হাকান ঝড়ো ফিফটি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন রাকিবুল হাসান। তবে ইনিংসের ১৯তম ওভারে তাসকিনের চতুর্থ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। আর এতেই রচিত হয় নতুন ইতিহাস।
সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তাসকিন। এর আগে বিপিএলের ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ইনিংসে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেছিলেন সাকিব। এবার সেই রেকর্ড ভেঙে মাত্র ১১ ম্যাচ খেলেই ২৪ উইকেট তুলে নিলেন তাসকিন আহমেদ।
আরও পড়ুন:
» বিদেশিরা দরজা খোলেননি, মালিককে নিয়ে নাচলেন তাসকিনরা
» রংপুরকে মাটিতে নামিয়ে শামুকের খোঁচা দিল রাজশাহী
চট্টগ্রামের রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও জোড়া উইকেট শিকার করেছিলেন তাসকিন। এতে চলতি বিপিএলে নিজের উইকেট সংখ্যা বাড়িয়ে করেছিলেন ২২। বিপিএলের ইতিহাসে যা ছিল তার নিজের এক মৌসুমে শিকার করা সর্বোচ্চ উইকেট। সাকিবের মত ২০১৮-১৯ এর একই মৌসুমে ২২ উইকেট পেয়েছিলেন তাসকিন।
এবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সাকিবের রেকর্ডও ভাঙলেন তিনি। চলমান টুর্নামেন্টে প্লে অফের আগে এখন পর্যন্ত তাসকিনের হাতে রয়েছে আরও এক ম্যাচ। আর তাই তাসকিনের কাছে সুযোগ রয়েছে নিজের রেকর্ড উইকেট সংখ্যা আরো বাড়িয়ে নেওয়ার। আর প্লে অফ নিশ্চিত করতে পারলে আরো একাধিক ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।
এর আগে চলতি মৌসুমে নতুন আরেকটি বিশ্ব রেকর্ড করেছিলেন তাসকিন। যেখানে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে বিশ্বের তৃতীয় সেরা বোলিং করেছেন এই টাইগার পেসার। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রান খরচায় তিনি তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ৭ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তার থেকে বেশি উইকেট এক ম্যাচে আর নিতে পারেননি বিশ্বের কেউ।
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৫/এফএএস