Connect with us
ক্রিকেট

বিপিএলে তাসকিনের নতুন ইতিহাস, নাম লেখালেন বিশ্ব রেকর্ডে

তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। তবে এর মাঝে একাই ৭ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ নিজেই। করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলের ইতিহাসে সেরা বোলিং। এমনকি বিশ্ব রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই তারকা টাইগার পেসার।

আজ বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে আগে বোলিংয়ে আসে দুর্বার রাজশাহী। যেখানে ১৯ রান খরচায় একাই প্রতিপক্ষের ৭ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। যা বিপিএলের এখন পর্যন্ত খেলা একাদশ মৌসুমের মধ্যে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত এর আগে কেবল দুই বোলারের নামের পাশে এক ম্যাচে ছিল ৭ উইকেট। এবার এই তালিকার দ্বিতীয় বোলার হিসেবে নাম লেখালেন তাসকিন আহমেদ। আগের দুই ঘটনার একটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে, আর অপরটি ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

মালয়েশিয়ার হয়ে সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রান খরচায় শিকার করেছিলেন ৭ উইকেট। আর ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে লেস্টারের বোলার কলিন অ্যাকারম্যান বার্মিংহামের বিপক্ষে নিয়েছিলেন ১৮ রানের খরচায় ৭ উইকেট। ইকোনমির বিচার তাসকিন কিছুটা পিছিয়ে থাকলেও তার থেকে বেশি উইকেট আর কেউ আদায় করতে পারেননি আর কোন ক্রিকেটার। 

আরও পড়ুন:

» দায়িত্ব ছাড়ছেন শান্ত, যে হতে পারেন নতুন অধিনায়ক

» কোচ হিসেবে বাফুফের পছন্দের তালিকায় আছেন যারা

এদিন লিটন কুমারকে দিয়ে নিজের তান্ডব শুরু করেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে নিজের পঞ্চম বলে লিটনকে কোন রান করতে না দিয়ে সাজঘরে পাঠান তাসকিন। এরপর আরেক ওপেনার তানজিদ তামিমকেও আউট করেন এই টাইগার পেসার। এরপর নিজের দ্বিতীয় স্পেলে বল হাতে ১৭তম ওভারে ফেরেন তাসকিন। সেই ওভারে শিকার করেন আরও দুই উইকেট। 

সেট ব্যাটার শাহাদাত হোসেন দিপুর উইকেট নেয়ার পর সে ওভারেই আউট করেন চাতুরাঙ্গা ডি সিলভাকে। নিজের ব্যক্তিগত এবং ইনিংসের শেষ ওভারে এসে আরও তিন উইকেট শিকার করেন তাসকিন। যেখানে আলাউদ্দিন বাবুকে ফিরে এই টাইগার বোলার উদযাপন করেন নিজের দ্বিতীয় টেস্ট ফাইবারের মুহূর্ত।

এরপর শুভাম রঞ্জি এবং মুকিদুল ইসলাম মুগ্ধকে আউট করে নতুন ইতিহাস গড়েন তাসকিন আহমেদ। এর আগে ২০২০ সালে খুলনার হয়ে এই রাজশাহীর বিপক্ষেই সর্বোচ্চ উইকেটের রেকর্ড বানিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমীর। যেখানে তিনি নির্ধারিত ওভারে তুলে নেন ১৭ রান দিয়ে ৬ উইকেট।

ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট