ভারতের বিপক্ষে খেলে আসা টি-টোয়েন্টি সিরিজে তেমন কোন দলীয় অর্জনই ছিল না বাংলাদেশ দলের। রীতিমতো ধবলধোলাই হয়েই দেশে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে শান্ত বাহিনী। যেখানে শেষ ম্যাচের রেকর্ড রান করে জিতেছিল ভারত।
ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজে তেমন দলীয় কোন প্রাপ্তি না থাকলেও ব্যক্তিগত অবস্থান থেকে কিছু ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ক্রিকেটাররা। আর সেই বিচারে আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে একাধিক ক্রিকেটারের। অপরদিকে দেখা গেছে অবস্থানের অবনতি ঘটতেও।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) টি-টোয়েন্টি র্যাংকিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। ভালো খেলায় র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অপরদিকে দুঃসংবাদ পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অলরাউন্ডার রিশাদ হোসেন।
ভারত সিরিজে ভালো বোলিং করায় র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের রানোৎসবের মাঝেও ৪ ওভারে ১৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। আর এমন পারফরম্যান্সের সুবাদে ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন এই অভিজ্ঞ পেসার।
এছাড়া হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচে রান তাড়া করতে নেমে ভারতের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৪২ বলে ৬৩ রানের ইনিংস খেলেন হৃদয়। এই ইনিংসের সুবাদে ৪ ধাপ এগিয়ি ২৭ নম্বরে উঠেছেন এই টাইগার ব্যাটার। একই ম্যাচে ২৫ বলে ৪২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছিলেন লিটন দাস। এতে ২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে লিটন।
আরও পড়ুন:
» ভারত-পাকিস্তান মহারণ দিয়ে আজ পর্দা উঠছে সাফের
» সাকিবের আজ দেশে ফেরার কথা, তবে দেখা দিয়েছে জটিলতা
এদিকে তাসকিন আহমেদ ছাড়াও বোলিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের। টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। এতে একধাপ এগিয়ে টাইগার বোলারদের মধ্যে সেরা ১৫ তম অবস্থানে রয়েছেন তিনি।
এছাড়া দুই ম্যাচ খেলে বেশ ব্যয়বহুল থাকলেও ৫ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। আর এতে ৭ ধাপ এগিয়ে ৬১ নম্বরে উঠে এসেছেন তিনি। এদিকে বড় অবনতি ঘটেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের অবস্থানে। গোটা সিরিজে উইকেট শূন্য থাকা রিশাদ ১২ ধাপ পিছিয়ে পৌঁছে গেছেন ৩৭তম স্থানে।
এদিকে গোটা সিরিজে ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচে ধারাবাহিকভাবে ২৭, ১১ ও ১৪ রান করেছেন তিনি। আর এতে করে টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে অবনতি হয়েছে তার। ৩ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে এসে ঠেকেছন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/এফএএস