বিগত কয়েক বছরে পেস বিভাগে বড় উন্নতি করেছে বাংলাদেশ। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় সেটার প্রমাণ পাওয়া গেছে। আসন্ন এই আইসিসি ইভেন্টের জন্য দলে চার পেসার নির্বাচন করতে গিয়ে কিছুটা বেগ পেতে হয়েছে নির্বাচকদের। শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের মতো পেসারের।
বর্তমানে বাংলাদেশের পেস বিভাগের নেতৃত্বে আছেন তাসকিন আহমেদ। বল হাতে দুর্দান্ত সময় পার করছেন এই স্পিডস্টার। যার ঝলক দেখা গেছে চলতি বিপিএলেও। দেশের স্পিনস্বর্গ পিচগুলোতে খেলেও বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এই পেসার।
চলতি বিপিএলে ১০ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন তাসকিন। বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগারও তার দখলে। এবারের আসরে এক ম্যাচে ৭ উইকেট শিকার করেছিলেন এই পেসার। এমনকি এর আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার পথে রয়েছেন তিনি। আর দুটো উইকেট নিলেই সাকিব আল হাসান (২৩) ছাড়িয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যাবেন এই ডানহাতি পেসার।
আরও পড়ুন:
» বাংলাদেশের হয়ে কবে মাঠে নামছেন হামজা, জানালেন নিজেই
» বিসিবির দুই বড় দায়িত্ব পেলেন নাজমুল আবেদীন ফাহিম
বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখনও স্পিনারের দখলে। তাছাড়া আগের আসরগুলোতে দেখা গেছে স্পিনারদের দাপট। তবে এবার তাসকিনের মতো পেসারের দাপুটে বোলিং নজর কেড়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির। বাংলাদেশের পিচে উন্নতির তাসকিনের মতো পেসাররা ভালো করছেন বলে মনে করেন এই তারকা।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে শেরে বাংলায় অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন নবি। এ সময় তিনি বাংলাদেশের পিচের প্রশংসা করে বলেন, ‘গত বছরের চেয়ে এবারের পিচ ভালো। এ কারণে বেশিরভাগ ম্যাচ হাই স্কোরিং হচ্ছে এবং সেগুলো তাড়া করে জেতাও যাচ্ছে। এ ধরনের উইকেটই আমরা চাই। আমার মনে হয় এবার পিচগুলো বাড়তি বিশ্রাম পাচ্ছে। আগেও ভেন্যু তিনটা ছিল, কিন্তু এবার পিচের দিকে বাড়তি নজর রাখা হয়েছে, পিচগুলো ভালোও হচ্ছে।’
এছাড়া তাসকিনের বোলিং প্রসঙ্গে নবি বলেন, ‘এখানকার উইকেটে বেশিরভাগ সময় স্পিনাররা সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়। কিন্তু এবার তাসকিনের মতো পেসাররা হচ্ছে। এটার মানে হচ্ছে এবার পিচ ভালো হয়েছে। আর বাংলাদেশও কিছু মানসম্পন্ন বোলার পেয়েছে।’
বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে তিনদিনের বিরতির পর আগামীকাল থেকে শুরু হবে ঢাকা পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তাসকিনের দুর্বার রাজশাহী।
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/বিটি