Connect with us
ক্রিকেট

বন্যার্তদের জন্য মন কাঁদছে তাসকিন-মুশফিকদের

Taskin-Mushfiq talks about Flood
দেশের মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

গত কয়েকদিন ধরে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বন্যার পানিতে ডুবে গেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িসহ দেশের বেশ কয়েকটি জেলা। এর ফলে পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে কাঁদছে সবার মন। এ নিয়ে ভালো নেই দেশের ক্রিকেটাররাও। পাকিস্তানে বসেও বন্যার্তদের জন্য কাঁদছে মুশফিক-তাসকিনদের মন।

দুটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। সেখান থেকে দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুশফিক,তাসকিন ও মিরাজরা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘সাম্প্রতিক বন্যায় আমার দেশের মানুষের কষ্ট দেখে গভীরভাবে উদ্বিগ্ন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এবং সবাইকে অনুরোধ করছি সাহায্য করতে। আমাদের নিজেদের মানুষের পাশে দাঁড়ানো খুব জরুরি।’

আরও পড়ুন:

» সাইফ-জাকেরের সেঞ্চুরিতে পাকিস্তানে বড় সংগ্রহ পেল বাংলাদেশ ‘এ’

» বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান তাওহীদ হৃদয়ের

পেসার তাসকিন লিখেছেন, ‘দূর পাকিস্তানে বসেও ফেনীর মানুষের আর্তনাদ আমাকে ব্যথিত করছে। আমি আমার জায়গা থেকে তাদের পাশে থাকার চেষ্টা করছি । এই মুহূর্তে আমাদের একটা স্বেচ্ছাসেবী টিম ফেনীতে অবস্থান করছে। পানিবন্দি শত শত পরিবারকে উদ্ধার করতে স্পিডবোট,ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা প্রয়োজন । আপনাদের কাছে অনুরোধ অন্তত একটা বোট তাদের জন্য ম্যানেজ করে দেন,যার সম্পূর্ণ খরচ আমাদের টিম বহন করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘দয়া করে ফেসবুকে ভেসে বেড়ানো নাম্বারগুলো কপি করে দিবেন না,সেগুলোর অধিকাংশই বুকড হয়ে গেছে। যদি ঢাকা,চট্টগ্রাম বা আশপাশের কোথাও থেকেও কেউ ব্যবস্থা করে দিতে পারেন,তবে আমরা নিজ দায়িত্বে নিয়ে এসে আবার পৌঁছে দিবো।’

আরেক ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পানির সাথে তলিয়ে যাচ্ছে লাখো পরিবারের সকল সঞ্চয়, স্বপ্ন! আসুন, নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের পাশে দাঁড়াই, সাহায্য করি ঘুরে দাঁড়াতে। সকলের মিলিত প্রচেষ্টায় এই ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব। আল্লাহ আপনি সকল ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করা ও দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করুন। আমিন।’

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট