
ওয়ানডে ও টি-টোয়েন্টির পেস ইউনিটে বাংলাদেশের অন্যতম ভরসা তানজিম হাসান সাকিব। তবে এখনো টেস্ট খেলা হয়নি তার। কিন্তু এই মাসেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। ওই সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন তিনি। মূলত তাসকিন দলে না থাকায় ডাক পেয়েছেন সাকিব।
আগামী ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিরুদ্ধে সিলেটে টেস্ট খেলতে নামবে টাইগাররা। এর আগে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ইনজুরি থাকায় জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না তাসকিন আহমেদ।
তাই প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেলেন পেসার তানজিম হাসান সাকিব। এ ছাড়া পেস ইউনিটে আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা।
আরও পড়ুন
» হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা: মাশরাফি
» দুই বছর পর ক্রিকেটে ফিরেই উইকেট পেলেন নাসির
বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন, তাসকিন বর্তমানে বাঁ পায়ের গোড়ালির সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি অ্যাভেইলেবল নন।
পিএসএলে খেলতে যাওয়ার কারণে লিটন দাসকে এ সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিকের পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা মুশফিক এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন।
আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।
সিলেট টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৫/এজে
