বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দখলে। এক আসরে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন এই অলরাউন্ডার। তবে সাকিবকে ছাড়িয়ে এবার নতুন রেকর্ড গড়ার পথে তাসকিন আহমেদ।
চলমান বিপিএলে দুর্বার রাজশাহীর বল হাতে দুর্দান্ত সময় পার করছেন তাসকিন। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি এই গতিতারকা। সবশেষ চিটাগং কিংসের বিপক্ষে আরও ২ উইকেট নিয়ে ৯ ইনিংসে মোট ২০ উইকেট শিকার করেছেন তিনি। এই আসরেই সাকিব-মাশরাফিদের পাশাপাশি নিজের পুরোনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ার বড় সুযোগ রয়েছে তাসকিনের সামনে।
বিপিএলের ইতিহাসে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তাসকিন। ২০১৯ আসরে ২২ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে সমান ২২ উইকেট নিয়ে যৌথভাবে দুইয়ে অবস্থান করছেন কেভন কুপার, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম। এছাড়া সাকিবও ২০১৮ আসরে ২২ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন:
» চুক্তি শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!
» হঠাৎ রাজশাহীর অধিনায়ক পরিবর্তন, দায়িত্ব পেলেন যিনি
চলতি আসরে তাসকিন আর ৩ উইকেট নিতে পারলেই নিজের পুরোনো রেকর্ড ভেঙে ফেলবেন এবং মাশরাফি-শরিফুলদের ছাড়িয়ে যাবেন। তাছাড়া সাকিবের সঙ্গে যৌথভাবে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের মালিকও বনে যাবেন তিনি। তবে ৪ উইকেট নিতে পারলেই বিপিএলের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারবেন এই তারকা।
এবারের আসরের গ্রুপ পর্বে এখনো ৩টি ম্যাচ বাকি আছে রাজশাহীর। তবে তাসকিন যে ছন্দে রয়েছেন, এবারের বিপিএল দিয়েই হয়ত সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন এই তারকা পেসার।
বিপিএলের এবারের আসরে উইকেট শিকারের দিক থেকে তাসকিনের আশেপাশেও কেউ নেই। তালিকার দুই নম্বরে থাকা আবু হায়দার রনি ৭ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন। এছাড়া তিনে থাকা আকিফ জাভেদ ৬ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/বিটি