Connect with us
ক্রিকেট

সিরিজ সেরা হয়ে তাসকিন বললেন ‘আলহামদুলিল্লাহ’

সিরিজ সেরার পুরস্কার হাতে তাসকিন আহমেদ। ছবি- বিসিবি

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। সিরিজে এর আগে নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে হেরে পিছিয়ে ছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সমতায় শেষ করা সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ।

গতকাল দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০১ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। এ সময় তাইজুলের পাশাপাশি ক্যারিবিয়ানদের দুটি উইকেট শিকার করেছেন তাসকিন। এছাড়া প্রথম টেস্টে ৬ উইকেটসহ গোটা সিরিজের সর্বোচ্চ ১১ উইকেট নিজের পকেটে পুড়েছেন এই টাইগার পেসার।

আর এতেই সিরিজ সেরার পুরস্কার উঠেছে তাসকিন আহমেদের হাতে। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা পার করার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এমন সাফল্যে বেশ খুশি এই টাইগার ক্রিকেটার। তাদের মাঠে টেস্ট সিরিজ ড্র করাকে বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি। সিরিজ সেরা হয়ে তাসকিন আহমেদ বারবার বলেছেন ‘আলহামদুলিল্লাহ’।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, সিরিজ ড্র করলাম। এটা অনেক বড় একটা এচিভমেন্ট। কারণ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিম স্ট্রাগল করে। আমরাও একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে জয়ের পর টানা কিছু সিরিজ হারায় আমরা কিছুটা মোরালি ডাউন ছিলাম। তবে আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে কামব্যাক করেছি।’

আরও পড়ুন:

» প্রকাশিত বিপিএলের থিম সং, প্রধান উপদেষ্টা দিয়েছেন ইনপুট

» যুব এশিয়া কাপের ম্যাচসহ আজকের খেলা (৪ ডিসেম্বর ২৪)

দুইটা ম্যাচে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাকে সেই পুরস্কার দিয়েছে ম্যান অব দ্যা সিরিজ হিসেবে। ইনশা-আল্লাহ সামনে আরও হবে। আমার কাধের চোট নিয়ে টেস্ট ফেরার চেষ্টা করছিলাম। আল্লাহ রহমতে এখন আগের চেয়ে ভালো। ইনশা-আল্লাহ, আল্লাহ চাইলে এমন আরো সাফল্য আসবে।’

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। যেখানে শেষ ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে তাসকিন আহমেদের দারুন বোলিংয়ে এই ছোট রানটাও টপকে যেতে পারেনি উইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে জাকের আলীর ভালো ব্যাটিংয়ে জয়ের জন্য পর্যাপ্ত রান পায় টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট