অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। এক উইকেট হাতে রেখে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ চতুর্থ শুরুতে ব্যাটিং না করেই ইনিংস ঘোষণা করেছে। ১৮১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকেও এমন অবাক করা সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
অ্যান্টিগায় তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান তুলেছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করার কথা ছিল গতকাল অপরাজিত থাকা তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। তবে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা করে ফিল্ডিংয়ে নেমেছে সফরকারীরা।
ধারণা করা যাচ্ছে, সকালের পিচ থেকে সুবিধা নিতেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। আর ফিল্ডিংয়ে নেমেই সেটাই করে দেখিয়েছে টাইগার পেসাররা। দলীয় ৩৯ রানের মধ্যেই স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিয়েছেন তাসকিন-শরিফুলরা।
আরও পড়ুন:
» ভিনিসিয়ুসকে ঘিরে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
» অস্ট্রেলিয়াকে টপকে নিজেদের হারানো অবস্থান ফিরে পেল ভারত
ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ২৫ রানের মাথায় তাসকিনের বলে উইকেটের পেছনে ধরা পড়েন প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা মিকাইল লুইস। প্রথম ইনিংসে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার আজ ৮ রান করেই ফিরে গেছেন।
মিকাইল ফেরার পর তাসকিনের হাত ধরেই দ্বিতীয় সাফল্য ধরা দেয়। তিন নম্বরে নামা কেসি কার্টি তাসকিনের বলে স্লিপে ধরা পড়েন। প্রথম ইনিংসে শূন্য রান করা এই ব্যাটার আজ মাত্র ৩ রান করেই ফিরে গেছেন।
কার্টির পর উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফওয়েটও প্যাভিলিয়নের পথ ধরেন। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৫ বলে ২৩ রান করেছেন এই ওপেনার। তার উইকেটটি তুলে নেন পেসার শরিফুল ইসলাম। তার বলে স্লিপে দুর্দান্ত একটি ক্যাচ ধরেছেন মাহমুদুল হাসান জয়। এর আগে কার্টির ক্যাচটিও তিনিই ধরেছিলেন।
শুরুতেই ৩ উইকেট হারানোর পর আলিক আথানজি ও কাভেম হজের ব্যাটে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট ৪০ রান। তাদের লিড দাঁড়িয়েছে ২২১ রান।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/বিটি