Connect with us
ক্রিকেট

অধিনায়কত্ব নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন তাসকিন

Taskin Ahmed
বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে মাঠ মাতাবেন তাসকিন। ছবি- সংগৃহীত

আগামীকাল (শুক্রবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। প্রথম দিনেই রয়েছে দু’টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।

প্রথম ম্যাচের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে-ভারে এবারও আসরপর অন্যতম ফেভারিট দল। প্রতিপক্ষের থেকে তাদের দল অনেক বেশি ভারসাম্যপূর্ণ্য। সেদিক থেকে ঢাকা কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে জাতীয় দলের অন্যতম সেরা দুই পেসারে দলে ভিড়িয়েছে রাজধানীর এই দলটি। আসর শুরু হওয়ার আগের দিন তাদেরই অন্যতম পেসার তাসকিন আহমেদকে দলের অধিনায়ক হওয়ার বিষয়ে প্রশ্ন করলে নিজের ইচ্ছার কথা জানান তিনি।

এবারে ঢাকার হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তার ডেপুটি করা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। আজ (বৃহস্পতিবার) বিসিবির একাডেমি মাঠে অনুশীলন শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। এ সময়ে তাকে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘জ্বি স্বপ্ন তো অবশ্যই আছে। কেন নয়, সব খেলোয়াড়েরই এমন (নেতৃত্ব দেয়ার) স্বপ্ন থাকে। এক সময়ে ধাপে ধাপে সবই হবে।’

বিপিএলে নিজেদের দল নিয়ে তাসকিনের ভাষ্য, ‘আমাদের দলটা বেশ তরুণ। সুজন স্যার ছাড়া মোসাদ্দেক এবং আমি ঢাকার হয়ে খেলবো। এছাড়াও আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন এই দলে। প্রপ্যতা সাপেক্ষে আরও বিদেশি ক্রিকেটার দলে যোগ দেবে। আসতে হয়তো কিছুটা দেরি হবে, সবাইকে সঠিক সময়ে আমরা পাবো না।’

তবে স্কোয়াডের বাকি সদস্যদের নিয়েই ভালো করতে আশাবাদী এই টাইগার পেসার, ‘দলে আমরা যারা আছি তারা সবাই দায়িত্ব নিয়ে ইউনিটির সাথে খেলতে পারলে ভালো কিছু হবে। আনার নিজের অভিজ্ঞতা দলের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি এতে সবার উপকার হবে। আমার সাধ্যমতো সৈকতকে সহযোগিতা করার চেষ্টা করবো। আমাদের সবার লক্ষ্য ভালো খেলা, দলকে জেতানো।’

পরে ঢাকার দলপতি সৈকতও তাসকিনের থেকে তার প্রত্যাশার কথা জানান, ‘তাসকিন জাতীয় দলে অনেক দিন ধরেই খেলছে। সে দলের সিনিয়র ক্রিকেটার। পেসার হিসেবে ইতেমধ্যেই সে দলে একটি উদাহরণ সেট করে ফেলেছে যে কিভাবে সংগ্রামের সাথে ফিরে আসতে হয়। কিভাবে লড়াই করে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে আমি সবসময়ই তার থেকে ভালো কিছুর প্রত্যাশা রাখি।’

আরও পড়ুন: প্রত্যন্ত গ্রাম থেকে এসে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেটের কীর্তি 

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট