আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরে দল পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন এই তারকা। তবে দল পেলেও এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় তিনি এলপিএলে খেলার অনুমতি পাবেন কিনা।
আসন্ন এই টুর্নামেন্টে তাসকিনকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তাকে দলে ভেড়াতে ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৫৮ লাখ বাংলাদেশি মুদ্রা খরচ করেছে ফ্রাঞ্চাইজিটি। তবে তাসকিনের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন আরেক টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে দুই বাংলাদেশির ফ্রাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্স।
মুস্তাফিজ সম্প্রতি আইপিএল মাতিয়ে এসেছেন। তবে তাসকিন এর আগেও বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র বা এনওসি না পাওয়ায় খেলা হয়নি তার। তাই এবারও খেলার সুযোগ পাবেন কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
সম্প্রতি তাদের অনুমতির প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে তাসকিন-মুস্তাফিজরা অনুমতি পাবেন কিনা। বিসিবি বসের কথায় এমন আভাসই পাওয়া গেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘(তাসকিনের ডাক পাওয়া) বড় পাওয়া কি না সেটা নির্ভর করবে বিশ্বকাপের ওপর। ওরা ওখানে কেমন পারফরম্যান্স করে আগে সেটা দেখে নিই। পারফরম্যান্স দেখে বলতে পারব এটা বড় পাওয়া কিনা। শুনুন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। আর এটা সবার ক্ষেত্রেই বলছি।’
‘আমাদের এখানে সবাই সেরাটা দিক। সবাই চেষ্টা করে, কিন্তু সবসময় তো আর হয়না। আশা করি তারা তাদের সেরাটা খেলতে পারবে। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে সেখানে খেলবে। এসব টুর্নামেন্টে তারা যত বেশি সুযোগ পাবে, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। এতে তারাও খুশি, আমরাও খুশি। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে নয়।’
আরও পড়ুন: কোপা আমেরিকায় নতুন চমক, যুক্ত হচ্ছে গোলাপি কার্ড
ক্রিফোস্পোর্টস/২২মে২৪/বিটি