Connect with us
ক্রিকেট

পাকিস্তান সফরে পুরোপুরি প্রস্তুত হয়ে খেলবেন তাসকিন?

Taskin Ahmed
তাসকিন আহমেদ। ছবি- বিসিবি

এক বছরেরও বেশি সময় ধরে টেস্ট খেলছেন না তাসকিন আহমেদ। কাঁধে চোটের পাওয়ার পর টেস্ট ক্রিকেটের বিবেচনায় ছিলেন না এই পেসার। তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে ফের টাইগারদের হয়ে লাল বলের ক্রিকেটে দেখা যেতে পারে তাসকিনকে।

গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলছিলেন তাসকিন। তবে কাঁধের চোটের কারণে লম্বা সময় ধরে বোলিং করতে পারতেন না তিনি। যার ফলে গত এক বছরে শুধু সাদা বলের ক্রিকেটই খেলেছেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে ফিরতে কঠোর অনুশীলন করছেন এই গতি তারকা।

সম্প্রতি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আসন্ন পাকিস্তান টেস্ট সিরিজেই ফিরছেন তাসকিন আহমেদ। তবে এই সিরিজে খেলার জন্য তাসকিন কতটা প্রস্তুত? আজ শনিবার স্ট্রেংথ পরীক্ষা দিয়েছেন তাসকিনসহ অন্যান্য ক্রিকেটাররা। পরবর্তীতে তাসকিনের প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম।

আরও পড়ুন:

» ভারত পাকিস্তানে না গেলে ভিন্ন পথে হাটবে পিসিবি! 

» অলিম্পিকে স্বর্ণ জিতেই পেলেন প্রেমিকের বিয়ের প্রস্তাব

তিনি বলেন, অনেকদিন ধরেই তাসকিন টি-টোয়েন্টিতে খেলছে। এই ফরম্যাটে স্বল্প স্পেলে বল করা হয়। ওর কাঁধের একটা ব্যাপার ছিল, যেটা বিশ্বকাপের সময় আবারও দেখিয়ে নিয়ে এসেছি। তবে তার ড্যামেজের কোনো পরিবর্তন হয়নি। এটা নিয়ে রিহ্যাব ও ওয়ার্ক আউট করলেই তাসকিন খেলতে পারবে।

তিনি আরও বলেন, তাসকিন এই সিরিজে খেলতে পারবে। যেহেতু টেস্টে লম্বা স্পেলে বল করতে হয়, ধীরে ধীরে বিল্ডআপ করে খেলতে পারলেই সব ঠিক থাকবে। সে অনেকদিন ধরেই টি-টোয়েন্টিতে খেলছে। এখন টেস্টের জন্য চেষ্টা করছে, সব ঠিক মনে হলেই সে টেস্ট খেলতে পারবে।

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট