Connect with us
ক্রিকেট

তবে কি ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তাসকিন?

তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা অথবা সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও তা কাজে লাগানোর চেষ্টা না করা, সবকিছু ছাপিয়ে বর্তমানে আলোচনার মধ্যমণি হয়ে রয়েছে তাসকিন আহমেদের ‘ঘুমকাণ্ড’। অবশ্য ভারত ম্যাচে ঘুমের কারণে টিম বাস মিস করায় দলের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন। তবে হয়তো এই ঘটনা থেকে এত সহজেই পার পাচ্ছেন না তিনি।

দলের সহ-অধিনায়ক হয়েও টিম বাস মিস করার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেও, অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। পাশাপাশি জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন এই বোর্ড পরিচালক।

তসকিন আহমেদের এই বিষয়টি নিয়ে গেল বোর্ড সভায় বিস্তর আলোচনা হয়েছে। জানা যায় পরিচালকরা বিষয়টি খুব ভালো চোখে দেখছে না। তাসকিনের ঘটনাটি বিশ্ব মিডিয়াতেও প্রকাশিত হয়েছে। ফলে ক্ষুন্ন হয়েছে বিসিবির ইমেজ। যদিও অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন এই টাইগার পেসার। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের রিপোর্ট দেখে।

ভারত ম্যাচে তাসকিন আহমেদের বিষয়টি নিয়ে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘রিপোর্টটা আসার পরে কোথায় সমস্যা আছে.. (জানা যাবে)। এটা তো সবার সঙ্গে আলোচনার বিষয়। এরপর ক্রিকেট অপারেশন্স আছেন সিদ্ধান্ত নেয়ার জন্য। স্পষ্টভাবে আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এটা গ্রহণ করার মতো নয়। ভবিষ্যতে এমন যেন না হয় সেটাই একটা সমাধান করা হয়।’

এদিকে দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ নিয়মিত পারফর্ম করে যাচ্ছিলেন। যাতে করে তিনি ছিলেন বোর্ডের সুনজরে। ভবিষ্যতে দলের অধিনায়ক হওয়ার দৌড়েও এগিয়েছিলেন এই টাইগার পেসার। তবে বোর্ড এই ঘটনায় কঠোর বার্তা দিয়ে তরুণদের বুঝে দিতে চায় শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় পাবে না কেউ। অবশ্য অনেকে দলের ব্যর্থতা ঢাকতে তাসকিনের ‘ঘুমকাণ্ড’কে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন তাসকিন। শীঘ্রই তাসকিনের ঘটনায় কোনো সিদ্ধান্ত জানাতে পারে বোর্ড। মিঠু আরও বলেন, ‘তাসকিন একজন অসাধারণ খেলোয়াড়। বিশ্বসেরা ক্রিকেটার। হয়তো ওর একটু ভুল হয়ে গেছে। তবে ওর যদি এটা নিয়মিত হয়, তাহলে এটা বড় সমস্যা। আর এটা তরুণ ক্রিকেটারদের জন্য একটা সতর্কবার্তাও।’

আরও পড়ুন: অবশেষে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল ভারত

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট