Connect with us
ক্রিকেট

আধ ঘন্টায় তাসকিনের সেই লক্ষ্য দুঃসাধ্যে পরিণত করল ব্যাটাররা

বাংলাদেশ টেস্ট নিয়ে তাসকিন। ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার তাসকিন আহমেদ। সেখানে তিনি শুনেছিলেন তৃতীয় দিনে তাদের লক্ষ্যের কথা। যেখানে তাসকিন আশা করেছিলেন সারাদিন ব্যাট করে লিড নেওয়ার। তবে দিনের শুরুর মাত্র আধ ঘণ্টায় তার সেই লক্ষ্য এখন অনেকটাই দুঃসাধ্য বলে মনে হচ্ছে।

যেখানে তৃতীয় দিন সারাদিন ব্যাটিং করার আশার কথা জানিয়েছিলেন তাসকিন, সেখানে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ। একে একে ৬ উইকেট হারিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস। শেষ দুই স্বীকৃত ব্যাটার হিসেবে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যাটারদের ওপর ভরসা রেখে তাসকিন বলেছিলেন, ‘আসলে লিড নেওয়াটা বেশ জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সহায়তা পেয়েছি। সেক্ষেত্রে ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই, ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশা-আল্লাহ।’

তাসকিন আহমেদের পরামর্শ অনুযায়ী খেলে বল পুরাতন করে ফেলতে পারেননি ব্যাটাররা। তার আগেই ঘটে গেছে বিপদ। তিনি বলেছিলেন, ‘তারা (পাকিস্তান) দারুণ বোলিং ইউনিট। অত দেখা হয়নি এখনও। প্রথম টেস্টে যা দেখলাম তারা বেশ ভালো বোলার। ব্যাটারদের বলব যে, নতুন বলটাকে পুরোনো বানিয়ে ফেলতে। তখনই সাহায্য পাওয়া যাবে।’

দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশকে ভালো অবস্থানে রাখতে অবদান রাখায় তাসকিন বলেন, ‘সিনিয়র ও অভিজ্ঞ বোলার হিসেবে এটা আমার দায়িত্ব। তবে এখনও অনেক কিছু বাকি এই ম্যাচে। আমাদের ভালো ব্যাটিং করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভালো করতে হবে। জিততে হবে। এখনও কিছুই শেষ হয়ে যায় নাই। মোটামুটি ভালো হয়েছে। আরও ভালো হতে পারত, আরও ভালো হবে ইনশা-আল্লাহ।’

বাংলাদেশের উইকেট পতন।

এদিন খুররাম শেহজাদ ও মীর হামজার পেস বোলিং জুটিতে লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং ইনিংস। একে একে সফরকারীদের ৬ উইকেট তুলে নেন এই দুই বোলার। ৪ উইকেট শিকার করে এরই মধ্যে নিজের সেরা টেস্ট বোলিং ফিগার গড়েছেন শেহজাদ। এদিন মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

দিনের শুরুতে একে একে উইকেট বিলিয়ে এসেছেন সাদমান ইসলাম (১০ রান), জাকির হাসান (১ রান), নাজমুল হোসেন শান্ত (৪ রান), মমিনুল হক (১ রান), মুশফিকুর রহিম (৩ রান) ও সাকিব আল হাসান (২ রান)। আধ ঘন্টার এমন বিপর্যয়ে তাসকিনের লক্ষ্য অনুযায়ী বাকি সারাদিন ব্যাটিং করা বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত-
বাংলাদেশের স্কোর: ৭৫-৬
লিটন: ৪৪ বলে ১৩ রান
মিরাজ: ৪৮ বলে ৩৩ রান
ওভার ২৬

আরও পড়ুন: তৃতীয় দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট