Connect with us
ক্রিকেট

সাকিবকেও ছাড় দিলেন না তাওহীদ হৃদয়

crifo shakib towhid
সাকিবের বলে বিশাল এক ছক্কা হাঁকান তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর লঙ্কান প্রিমিয়ার লিগের গত শুক্রবারের ম্যাচে মুখোমুখি হয়েছিলো সাকিব আল হাসানের গল টাইটান্স ও তাওহীদ হৃদয়ের জাফনা কিংস। এদিন, হৃদয়ের ২৩ বলে ৪৪ রানের হার না মানা বিধ্বংসী ইনিংসে ছক্কা ছিলো চারের চেয়ে বেশি (২ চার, ৪ ছক্কা)।

ম্যাচটা তিনি শেষও করেন ছক্কা দিয়ে। সাকিবের দল এদিন হেরে যায় হৃদয়ের দল জাফনা টাইটান্সের কাছে।

নিজের করা প্রথম ওভারে মাত্র ৪রানের বিনিময়ে ১উইকেট নিলেও দ্বিতীয় ওভারের চতুর্থ বলে হৃদয়ের মুখোমুখি হলে সাকিবকে বিশাল এক ছক্কা হাঁকান হৃদয়। সবমিলিয়ে ৪ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট নেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় ছিলেন হৃদয়। বিদেশী লিগেও চলছে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স। দুর্দান্ত পারফরম্যান্সে ইতিমধ্যেই দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ব্যাটার হৃদয়। এবারের আসরে এখনো সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি আছেন শীর্ষে।

লঙ্কান লিগটিতে নিজের প্রথম আসরের প্রথম ম্যাচ থেকেই বাজিমাত করে চলেছেন হৃদয়। জাফনার হয়ে প্রথম ম্যাচেই দলে ছিলেন তিনি। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে সে ম্যাচে দলের অন্য ব্যাটাররা বড় সংগ্রহ গড়তে না পারলেও তিনি খেলেন ঝড়ো ইনিংস। হৃদয়ের ৩৯ বলে ৫৪ রানের সুবাদেই ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ গড়তে পেরেছিল জাফনা। পরে সে ম্যাচে জয়ী হয় দলটি।

এরপর দলের হয়ে দ্বিতীয় ম্যাচেও বড় সংগ্রহের পথেই ছিলেন হৃদয়। খেলেছিলেন দলের হয় দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানের ইনিংস। ডাম্বুলা অরার বিপক্ষে সে ম্যাচে অবশ্য হেরে যায় জাফনা।

তবে নিজের দলের সঙ্গে ঘুরে দাড়াতে সময় নেননি এই টাইগার ব্যাটারও। গতকাল সাকিব আল হাসানের দল গল টাইটান্সের বিপক্ষে হৃদয় খেলেছেন ঝড়ো ইনিংস। ২৩ বলে ২ চার এবং ৪ ছয়ে তিনি অপরাজিত ছিলেন ৪৪ রানে। ১৩ তম ওভারে টানা দুইটি ছয় মেরে দলকে জয় এনে দেন হৃদয়।

আরও পড়ুন: গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটন দাসের দল

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৩/এমএইচ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট