Connect with us
ক্রিকেট

ভারত সফর থেকে শিক্ষা নেয়ার কথা বললেন তাওহীদ হৃদয়

Tawhid hridoy in Press conference
তাওহীদ হৃদয়। ছবি- বিসিবির ভিডিও থেকে সংগৃহীত

বহু প্রত্যাশা নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। ভালো কিছু করার লক্ষ্য থাকলেও ভারতের কাছে রীতিমত কোন প্রকার পাত্তাই পায়নি টাইগাররা। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে শান্ত বাহিনী। শেষ ম্যাচ হেরে এই সফর থেকে শিক্ষা নেওয়ার কথা জানালেন তাওহীদ হৃদয়।

গতকাল শনিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে একপ্রকার ধবলধোলাই হয়েছে টাইগাররা। স্বাগতিকদের রেকর্ড গড়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৪ রান পর্যন্ত তুলতে পারে বাংলাদেশ। ১৩৩ রানের বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফিফটি হাঁকানো হৃদয়।

ভালো উইকেটে খেলেও আশানুরূপ ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ বলে উল্লেখ করেন এই মিডল অর্ডার ব্যাটার, ‘সত্যি কথা বলতে, খুবই ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য। আমরা ভালো বোলিং করিনি। আমরা কিছু জায়গায় উন্নতি করতে পারি। আশা করি আমরা সেটা করতে পারব। আমরা তো বল ভালো করিনি। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজে।’

গোটা সিরিজে চোখে পড়েছে সকল বিভাগে টাইগারদের দুর্বলতা। তাওহীদ হৃদয় মনে করেন টি-টোয়েন্টিতে ভালো করতে হলে তিন ইউনিটেই নিজেদের আরও উন্নতি করতে হবে, ‘আমাদের কিছু জায়গায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। ওরা অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম।’

আরও পড়ুন:

» ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে যা বললেন নাজমুল শান্ত

» দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ

সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজে নিয়মিত বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হতে দেখা গেছে। তাই এই সিরিজ থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন হৃদয়, ‘টপ ফোর থেকে যদি বড় রান আসে, তাহলে রান ১৮০ হয়। আমাদের সবকিছু মিলিয়ে অনেক জায়গা আছে উন্নতির। এই সিরিজে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আশা করি সেটা করতে পারব।’

তবে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে আছে সেটা মানতে নারাজ হৃদয়। তবে স্বীকার করেন নিজেদের হোম ভেন্যুতে সবকিছু মিলিয়েই এগিয়েছিল ভারত, ‘আমাদের মান যে খুব নিচে তা বলব না। আমরা বড় দলের সঙ্গে খেলেছি। ভারত শক্তিশালী দল। ওদের হোমে খেলা। স্কিলের দিক থেকেও ওরা এগিয়ে আছে। তবে আমরা যে খুব পিছিয়ে আছি তা বলব না।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট