আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। যেখানে সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম লড়াইয়ে আগামীকাল জয়ের আশা করছেন তরুণ টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়।
রোববার (৬ অক্টোবর) আগামীকাল গোয়ালিয়রে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লাল সবুজের প্রতিনিধি হিসেবে কথা বলেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।
যেখানে তিনি কেবল জয়ের আশা করছেন ভারতের বিপক্ষে। হৃদয় বলেন পেছনের স্মৃতি ভুলে সামনে ভালো করার কথা। এছাড়া নিজেদের প্রস্তুতি ও গোয়ালিয়র ম্যাচে পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তাওহীদ হৃদয়।
সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমরা এখানে খেলার সুযোগ পাচ্ছি। এটা আমাদের জন্য বড় ব্যাপার। আমি জয়ের জন্য মুখিয়ে আছি। চ্যালেঞ্জ যাই হোক, আমরা শুধু জয় নিয়েই ভাবছি। দেশ থেকে ভালো প্রস্তুতি নিয়ে এসেছি এবং আশা করছি, আমরা এখানে সফল হব।’
ভারতের মাটিতে এখন পর্যন্ত কোন সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল। পুরনো অনেক তিক্ত স্মৃতিও রয়েছে এখানে। তবে পুরনো স্মৃতি ভুলে ভালো করতে চান হৃদয়, ‘আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য।’
ম্যাচে নিজেদের পরিকল্পনা নিয়ে বলেন, ‘জানতাম এখানে ঘরোয়া লিগে দুইশর ওপর রান হয়। তবে ঘরোয়া ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচ এক নয়। আমার মনে হয়, পাশের উইকেটে খেলে বোঝা গেছে এখনকার উইকেট কিছুটা স্লো। ম্যাচে উইকেটের চরিত্র অনুযায়ী মানিয়ে খেলার পরিকল্পনা রয়েছে।’
আরও পড়ুন: মাহমুদউল্লাহ ভারত সিরিজে অবসর নিলেও অবাক হবেন না আশরাফুল!
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/এফএএস