জাতীয় দলে তামিম ইকবালের ফেরার নিয়ে গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। অনেকেই ধারণা করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পুনরায় লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন খান সাহেব। তবে শেষ পর্যন্ত আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হচ্ছে না দেশসেরা এই ওপেনারের। দেশের ক্রিকেট ভক্তদের আশাহত করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
গতকাল (শুক্রবার) এক ফেসবুক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। জাতীয় দল ও তার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটা আর ঘুচবে না জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’
তামিমের এমন বিদায়ে দুঃখ পেয়েছেন দেশের অসংখ্য ক্রিকেট ভক্তরা। সেই তালিকায় বাদ যাননি জাতীয় দলের ক্রিকেটাররাও। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ― যাদের সঙ্গে ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠ মাতিয়েছেন তামিম। আর সেই তামিমের বিদায়ে দুঃখ পাওয়ার ই কথা পঞ্চপাণ্ডবের এই দুই সদস্যের। তামিমকে নিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন এই দুই তারকা।
আরও পড়ুন:
» পাঠ্যবইয়ে নাম আসায় উচ্ছ্বসিত জ্যোতি ও তার পরিবার
» ফুটবল ক্লাবের মালিকানা কিনতে চান ভিনিসিয়ুস
এছাড়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামসহ অনেকেই তামিমকে নিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার তাওহীদ হৃদয়।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটীয় ইতিহাসে আপনি কিংবদন্তী তাতে কোনো সন্দেহ নেই, তবে অবসরের সিদ্ধান্তে আপনি একটি দৃষ্টান্ত উপস্থাপন করলেন। বুঝিয়ে দিলেন, জীবনের সব সুযোগ লুফে নিতে হয় না, ব্যক্তিত্বের উপর আর কোনো বিষয় হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘প্রিয় তামিম ভাই, শুধু জাতীয় দল নয়, বিশ্ব ক্রিকেট আপনাকে মিস করবে। তবে আমি জানি, পৃথিবীতে যে কোনো প্রান্তে যে কোনো প্রয়োজনে আমরা আপনাকে পাশে পাবো। আপনি ছিলেন বাংলাদেশ নামটির পাশে, সামনেও থাকবেন।’
সবশেষে তামিমের প্রতি ভালোবাসা প্রকাশ করে হৃদয় লেখেন, ‘আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।’
প্রসঙ্গত, তামিম জাতীয় দলে ফিরবেন কি না সে বিষয়ে সম্প্রতি তার সঙ্গে মিটিং করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে সেখান চূড়ান্ত সিদ্ধান্ত না জানিয়ে ২/৩ দিন সময় নেন তামিম। অবশেষে জাতীয় দলে না ফেরার সিদ্ধান্তই নিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৫/বিটি