ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তারই বদলি হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পেলেন তাওহীদ হৃদয়।
আজ বুধবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী শনিবার সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মুশফিকের বদলি হিসেবে তাওহিদ হৃদয়কে নির্বাচন করেছে জাতীয় নির্বাচক প্যানেল। প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পেলেন এই ব্যাটার।’
এর আগে গত সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। উইকেটকিপিংয়ের সময় তাসকিনের ওভারে বল তালুবন্দি করতে গিয়ে এই আঘাত পান তিনি। এরপর মাঠেই তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হলে পুনরায় কিপিং চালিয়ে যান। তাছাড়া পরবর্তীতে ব্যাটিংও করেছিলেন তিনি।
ম্যাচ শেষে ঢাকায় এসে স্ক্যান করার পর তার আঙুলে চিড় ধরা পড়ে। যা সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। এর ফলে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান জানিয়েছেন, ‘মুশফিক এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তার সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’
এদিকে তার বদলি হিসেবে ডাক পাওয়া তাওহীদ হৃদয় সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ২৬টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি খেলেছেন এই ২৩ বছর বয়সী ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর এবার টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় এই মিডল অর্ডার ব্যাটার।
বাংলাদেশ স্কোয়াড (প্রথম টেস্ট)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদুল ইসলাম রানা, তাওহিদ হৃদয়।
আরও পড়ুন: আইসিসি থেকে সুখবর পেলেন শান্ত-শরিফুলরা
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এমটি