ভারতের বিপক্ষে দুটি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের এ দল ঘোষণা করে বিসিবি। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্যাটার জাকির হোসেন।
আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে প্রথম টেস্ট।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, অভিষেক হতে যাওয়া জাকিরকে হাই পারফরমেন্স ইউনিটে গত পাঁচ বছর ধরে আমরা নজরে রেখেছিলাম।
তিনি বলেন, গত সপ্তাহে ভারত ‘এ’ দলের বিপক্ষে সে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। এখন সে সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে না পারা মুশফিকুর রহিম, ইয়াসির আলী ও পেসার তাসকিন আহমেদ এবার স্কোয়াডে ফিরেছেন।
তবে কুঁচকির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না পেসার তাসকিন। তাই তার ফেরা নিয়ে তাড়াহুড়া করতে চায় না ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: লিটনের বদলি কলকাতায় কে এই জনসন চার্লস
আগামী ২২ ডিসেম্বর ঢাকায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ টেস্ট।
বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর/এসএ