Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার!

Virat Kohli, Rohit Sharma and Jasprit Bumrah
বাংলাদেশের বিপক্ষে সিরিজে বিশ্রাম পেতে পারেন কোহলি ও রোহিত। ছবি - সংগৃহীত

আগামী মাসের ১৯ তারিখ থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তবে তার আগে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পরীক্ষায় নামতে হচ্ছে টাইগারদের। কেননা ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে টাইগাররা। 

এজন্য ইতোমধ্যে পাকিস্তানে চলে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে সিরিজ শেষে সেপ্টেম্বরে প্রতিবেশী ভারতের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামবে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে অক্টোবরে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজ শুরু হতে এখনো এক মাসের বেশি বাকি থাকলেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটি ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারত।

গুঞ্জন আছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ। এর কারণ হিসেবে রয়েছে দলের ব্যস্ত সূচী। কেননা বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে রোহিত-কোহলিদের। এরপর অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম ইন্ডিয়া।

আরো পড়ুন : ‘নির্বাচন করেই এসেছি, পদত্যাগ কেন করবো?’

মূলত এই দুই সিরিজকে বেশি গুরুত্ব দেয়ার কারণেই এসব সিনিয়রদের টাইগারদের বিপক্ষে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিতে পারে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসন্ন এই সিরিজের আগে কোনো খেলা না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের ০৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দিলীপ ট্রফিতে খেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই। তবে এখানেও রোহিত-কোহলির মত সিনিয়ররা ছুটি পেতে পারেন।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই শোনা যায় বিশ্রাম পাচ্ছেন দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড়। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন কোচ গৌতম গম্ভীর দলে কোহলি ও রোহিতকে চেয়েছিলেন। এজন্য তাদের ওয়ানডেতে রাখা হয়। যদিও পেসার জসপ্রীত বুমরাহ সেবারও বিশ্রামে ছিলেন।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট