আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্ট খেলে এই সংস্করণের ক্যারিয়ারের ইতি টানবেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।
২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাউদির। আবার সেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি।
এখন পর্যন্ত ১০৪টি আন্তর্জাতিক টেস্টে নিউজিল্যান্ডের জার্সি পড়ে মাঠে নেমেছেন সাউদি। বল হাতে শিকার করেছেন ৩৮৫ উইকেট। নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে তালিকায় ৪৩১ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন রিচার্ড হ্যাডলি। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন সাউদি।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়েও স্মরণীয় হয়ে থাকবেন সাউদি। দীর্ঘ এই সংস্করণে ৯৩টি ছক্কা আছে এই ক্রিকেটারের যা টেস্ট ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩ সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৭৭০ উইকেট শিকার করেছেন সাউদি। আরেকটি রেকর্ডের জন্য তাকে খুব ভালোভাবে মনে রাখবে ক্রিকেটবিশ্ব। সর্বনিম্ন টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের তালিকায় ড্যানিয়েল ভেট্টরির পাশে জায়গা করে নিয়েছেন বাঁ-হাতি এই পেসার। এই দুই ক্রিকেটার ছাড়া এই কীর্তি আর কেউ গড়তে পারেননি।
চলতি মাসে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করবে ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটি আগামী মাসে ১৪ ডিসেম্বর হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে। এই ম্যাচেই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর গ্রহণ করবেন সাউদি।
অবসরের ঘোষণা দিতে গিয়ে এই পেসার বলেন, ‘ নিউজিল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে বড় হয়েছি । ১৮টি বছর কিউইদের হয়ে খেলে যাওয়া আমার জন্য অনেক সম্মানের। এখনই সঠিক সময় যে খেলা আমাকে এত কিছু দিয়েছে তার থেকে সরে দাঁড়ানোর।’
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক এবং তাদের বিপক্ষেই লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন সাউদি। এ প্রসঙ্গে তিনি বলে,’ আমার মনে এই দীর্ঘ ফরম্যাটের জন্য বিশেষ স্থান রয়েছে। যাদের বিপক্ষে এই দীর্ঘ যাত্রার শুরুটা হয়েছিল, তাদের বিপক্ষেই সিরিজ খেলে এবং যে তিনটা মাঠ আমার কাছে সব চেয়ে বেশি পছন্দের , সেখানে আমার ক্যারিয়ারের সমাপ্তির হওয়া আমার জন্য বড় পাওয়া।’
পরিশেষে তার ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে সাউদি বলেন, পরিবার, বন্ধু, কোচ, ভক্ত এবং খেলার বিষয়ে গোটা ক্যারিয়ারজুড়ে আমাকে যারা সাহায্য করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানায়।’
আরও পড়ুন: রাজা তার রাজ্যে আবারও ফিরে এসেছে: কোহলির প্রসঙ্গে শাস্ত্রি
ক্রিফোস্পোর্টস/১৫ নভেম্বর ২৪/এইচআই