Connect with us
ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ : যে সমীকরণ মেলালে ফাইনালে যাবে ভারত

ভারতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বর্তমানে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র। এর আগের দুই আসরে অংশগ্রহণ করে দুইবারই ফাইনাল খেলেছে ভারত। কিন্তু প্রথমবার নিউজিল্যান্ড এবং দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতের। এবারও তাঁরা ফাইনালের যোগ্য দাবিদার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে সমীকরণের মারপ্যাঁচে আটকে গেছে ভারত।

নিউজিল্যান্ডকে হারাতে প্রথম ও দ্বিতীয় উভয় টেস্টেই স্পিন বান্ধব পিচ বানিয়েছিল ভারত। কিন্তু সেই স্পিন ফাঁদে নিজেরাই আটকে যায় ভারত। দ্বিতীয় টেস্টে ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত ম্যাচ হারে ১১৩ রানে। এতে করে একযুগ পর দেশের মাটিতে সিরিজ হারের স্বাদ পেল টিম ইন্ডিয়া। আর এই সিরিজ হার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে।

৬২.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। কিন্তু আগামী ১ নভেম্বর মু্‌ম্বাইয়ের ওয়ানখড়ে স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শেষ টেস্টে জয় পেতেই হবে ভারতকে। তা নাহলে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে যাবে ভারত। ৬২.৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া শীর্ষে উঠে যাবে। এরপরে অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে বোডার-গাভাস্কার ট্রফি। সেখানে অস্ট্রেলিয়াকে কমপক্ষে ৩-২ ব্যবধানে হারাতে হবে ভারতকে। আর শেষ ম্যাচে জিততে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ভারত হেরে গেলে পয়েন্ট টেবিলের দুইয়ে নামার পাশাপাশি ফাইনালে ওঠার আশাও ফিকে হয়ে যাবে। এছাড়াও তখন আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুর হতে যাওয়া পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ শেষ করতে হবে টিম ইন্ডিয়াকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যে সমীকরণের সামনে ভারত :

১. ভারতকে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট জিততেই হবে এবং বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-২ ব্যবধানে জিততে হবে। ফলে ৬৪.০৪ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত।

২. যদিও শেষ টেস্টে ভারতকে হারিয়ে তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে হেরে সিরজ জিততে হবে। ম্যাচটি হারা যাবে না কোনোভাবেই।

সবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ তে না জিতলেও ভারত ফাইনালে যেতে পারবে যদি এদিকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো দলগুলো পয়েন্ট হারায়। যদি দলগুলো পয়েন্ট হারায় তাহলে টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি আসরে কোন দলের এখনও কতটি ম্যাচ বাকি আছে :

১। ভারত : নিউজিল্যান্ড ( হোমে ১ ম্যাচ) এবং অস্ট্রেলিয়া (অ্যাওয়ে ৫ ম্যাচ)

২। অস্ট্রেলিয়া : ভারত (হোমে ৫ ম্যাচ) এবং শ্রীলঙ্কা (অ্যাওয়ে ২ ম্যাচ),

৩। শ্রীলঙ্কা : দক্ষিণ আফ্রিকা ( অ্যাওয়ে ২ ম্যাচ) এবং (হোমে ২ ম্যাচ)

৪। নিউজিল্যান্ড : ভারত (অ্যাওয়ে ১ ম্যাচ) এবং (ইংল্যান্ড হোমে ৩ ম্যাচ)

৫। দক্ষিণ আফ্রিকা : বাংলাদেশ ( অ্যাওয়ে ১ ম্যাচ), শ্রীলঙ্কা ( হোম ২ ম্যাচ), পাকিস্তান (হোম ২ ম্যাচ),

৬। ইংল্যান্ড: নিউজিল্যান্ড (অ্যাওয়ে ৩ ম্যাচ),

৭। পাকিস্তান : দক্ষিণ আফ্রিকা ( অ্যাওয়ে ২ ম্যাচ) এবং ওয়েস্ট ইন্ডিজ (হোমে ২ ম্যাচ),

৮। বাংলাদেশ : দক্ষিণ আফ্রিকা (হোমে ১ ম্যাচ) এবং ওয়েস্ট ইন্ডিজ (অ্যাওয়ে ২ ম্যাচ)

৯। ওয়েস্ট ইন্ডিজ : বাংলাদেশ (হোমে ২ ম্যাচ) এবং পাকিস্তান (অ্যাওয়ে ২ ম্যাচ)

আরো পড়ুন : বাফুফের নব নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা বিসিবির

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট