Connect with us
ক্রিকেট

টেস্ট অভিষেক: বাবা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মাঠেই আপ্লুত সরফরাজ খান

Sarfaraz Khan debut
অভিষেক ক্যাপ পাওয়ার পর বাবা ও স্ত্রীর সঙ্গে সরফরাজ খান। ছবি- সংগৃহীত

দীর্ঘ অপেক্ষা ও সংগ্রামের পর ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন সরফরাজ খান। চলমান ভারত-ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় টেস্টের আগে দলে ডাক পেলেও জায়গা হয়নি একাদশে। এবার তৃতীয় টেস্টে এসে তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো।

আজ (বৃহস্পতিবার) রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচে অভিষিক্ত হয়েছেন সরফরাজ খান।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলের কাছ থেকে মর্যাদাপূর্ণ টেস্ট ক্যাপ পেয়েছেন সরফরাজ। ক্যাপ নেওয়ার সময় মাঠের পাশেই ছিলেন তার বাবা ও স্ত্রী। ক্যাপ পেয়ে বাবার কাছে গিয়ে আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। এরপর অশ্রুসিক্ত চোখে টেস্ট ক্যাপ নিয়ে চুমু খান তার বাবা।

Sarfaraz Khan's father cries

ছেলে অভিষেক ক্যাপ গ্রহণের সময় এভাবেই চোখ লুকিয়ে রাখেন বাবা। ছবি- সংগৃহীত 

গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছিলেন সরফরাজ। তবে সুযোগ পাচ্ছিলেন না জাতীয় দলে। দীর্ঘদিন পর সরফরাজের এ সুযোগ পাওয়াকে নির্বাচকদের দরজা ভেঙে ডুকে যাওয়ার মতো মনে করেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সরফরাজ দলে ডাক পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ হার্শা লিখেন, ‘সরফরাজ খান শুধু দরজায় কড়া নাড়েনি, দরজা ভেঙে দিয়েছেন। ’

ঘরোয়া ক্রিকেটে সরফরাজের রেকর্ড অসাধারণ। রঞ্জি ট্রফিতে ২০১৯-২০ ও ২০২১-২২ পরপর দুই মৌসুমে ৯০০ এর বেশি রান করেছেন তিনি। এ পর্যন্ত ৬৬ ইনিংসে ৬৯.৮৫ গড়ে ৩৯১২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে তার গড় ক্রিকেট ইতিহাসে চতুর্থ, যেখানে প্রথমে থাকা ডন ব্রাডম্যানের গড় ৯৫.১৪।

Sarfaraz Khan and Dhruv Jurel

রাজকোট টেস্টে দুই অভিষিক্ত ক্রিকেটার। ছবি- সংগৃহীত 

রাজকোট টেস্টে সরফরাজ ছাড়াও অভিষিক্ত হয়েছেন উইকেটরক্ষক ধ্রুব জুড়েল। তার জায়গায় বাদ পড়েছেন উইকেটরক্ষক শ্রীকর ভরত। এছাড়া চোট কাটিয়ে একাদশে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। আর মুকেশ কুমারের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন: ঘরের মাটিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা 

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট