Connect with us
ক্রিকেট

পাকিস্তান সফরের আগে চট্টগ্রামে টেস্ট সিরিজ

Test series in Chittagong before Pakistan tour
পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের পর বেশ কিছুদিন বিশ্রামের সুযোগ পেয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় দলের খেলা না থাকায় কেউ কেউ আবার বিদেশি লিগেও খেলছেন। তবে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে টাইগাররা। এই সিরিজের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে চট্টগ্রামে টেস্ট সিরিজ খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা।

আগামীকাল শনিবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়া সফরে যাবে বিসিসবির এইচপি দল। সেখানে পাকিস্তান শাহিনসের সঙ্গে প্রথমে দুটি চার দিনের টেস্ট ম্যাচ খেলবে দলটি। এতে টেস্ট দলে থাকা ক্রিকেটাররাই প্রথমে অস্ট্রেলিয়ায় যাবেন। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা পরে যোগ দেবেন।

এই সময় তারা চট্টগ্রামে দুটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলবে। যেখানে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররাও থাকবেন। অস্ট্রেলিয়া মাটিতে নর্দান টেরিটরি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ এইচপি দল। এছাড়া পাকিস্তান শাহিনসের সঙ্গে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে দলটি। এরই প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলবে এইচপি দল।

আরও পড়ুন:

» পাকিস্তান সিরিজে পেসারদের নিয়ে আশাবাদী রুবেল হোসেন

» ৯ মাস অক্লান্ত পরিশ্রম করে জাতীয় দলে ফিরেছেন জাহানারা 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামে যোগ দিবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে ২২ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে জাতীয় দলের ক্রিকেটারসহ অন্যান্য খেলোয়াড়রা দুটি তিন দিনের টেস্ট ম্যাচ খেলবে। পাকিস্তান সিরিজের আগে শান্ত-লিটনদের প্রস্তুতি সম্পন্ন করতে এই সিরিজের আয়োজন করেছে বিসিবি।

আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে পাকিস্তান সিরিজ। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট