Connect with us
ক্রিকেট

ঘরের মাঠে টেস্ট সিরিজ হার, রমিজ রাজার বিদায় ঘণ্টা

PCP President
রমিজ রাজা। ছবি- গুগল

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে বাজেভাবে হারের পরই বিদায় ঘণ্টা বেজে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রমিজ রাজার। তিন ম্যাচ সিরিজের একটিতেও জিততে পারেনি পাকিস্তান। এর পর গতকালই পাক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। তার আসনে নিয়োগ দেওয়া হয় নাজাম শেঠিকে।

এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটপাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইশারায় রমিজের আসনে এলেন শেঠি।

এদিকে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর ধারাভাষ্যে নাম লেখান রমিজ। এরপর গত বছরের সেপ্টেম্বরে তাকে পিসিবির প্রধান হিসেবে নির্বাচন করা হয়। তার অধীনে শুরুর দিকে সাফল্য পায় পাকিস্তান। কিন্তু ইমরান খান ক্ষমতা হারালে রমিজকে বরখাস্ত করা নিয়ে শুরু হয় গুঞ্জন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

২০২১ সালে পিসিবির চেয়ারম্যানের আসনে বসেন রমিজ। ইমরান খানের আস্থাভাজন হিসেবেই পিসিবির ৩৬তম চেয়ারম্যান হয়েছিলেন রমিজ। চতুর্থ সাবেক ক্রিকেটার হিসেবে এ দায়িত্ব পান রমিজ।

অপরদিকে নতুন দায়িত্ব পাওয়া নাজাম শেঠি এর আগেও পিসিবির চেয়ারম্যান ছিলেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত একবার, এরপর ২০১৭ থেকে ২০১৮ সালে আরেকবার দেশটির ক্রিকেটের কর্তার দায়িত্বে থাকেন তিনি। এবার তৃতীয় দফায় তার কাঁধে এই বড় দায়িত্ব এলো।

দায়িত্ব পেয়ে নাজাম শেঠি বলেন, আমরা সংবিধান পুনরুদ্ধারে কাজ করব, গভর্নিং বোর্ডকে তার আসল রূপ ফিরিয়ে দেওয়া হবে, তার পরে একটি নতুন সেটআপ আসবে, মূল লক্ষ্য ঘরোয়া ক্রিকেট পুনরুদ্ধার করা। ক্রিকেটাররা কর্মসংস্থান পাবে, একটি সভা অনুষ্ঠিত হবে। আগামী দুই বা তিন দিনের মধ্যে।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট