Connect with us
ক্রিকেট

টেস্ট সিরিজ : ভারত গেলেন তামিম ইকবাল

tamim iqbal
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

চেন্নাইয়ের মাটিতে ঘাম ঝরাচ্ছেন, শান্ত-মিরাজ ও মুশফিক-লিটনরা। এই মাঠেই ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। টেস্ট ক্রিকেটে টাইগারদের চেয়ে যোজন-যোজন এগিয়ে টিম ইন্ডিয়া। তবে র‍্যাংকিংয়ে দুইয়ে থাকা ভারতকে নয় নম্বরে থাকা দলটিকে নিয়ে ভাবতে বাধ্য করেছে পাকিস্তান সিরিজ। ক’দিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার টাইগারদের সামনে ভারত মিশন।

এদিকে বাংলাদেশ-ভারত টেস্ট সামনে রেখে দুদলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। এবার সেই পালে হাওয়া দিতে ভারত গেলেন টিম বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তবে এবার ক্রিকেট খেলতে নয়, ধারাভাষ্য দিতে গেছেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ভারত যান তামিম।

আরও পড়ুন :

» এবার নতুন টি-টেন লিগে নাম লেখালেন সাকিব-তামিম

» বিরাট কোহলিকে আউট করার উপায় পাওয়া গেল!

ভারত সিরিজে ধারাভাষ্যে তামিম থাকছেন এ তথ্য আগেই জানা গিয়েছিল। কণ্ঠ দিয়ে দলের পাশে থাকাটাও যেন বেশ উপভোগ করেন দেশসেরা এই ওপেনার। মাইক্রোফোন হাতে এই মঞ্চে নতুন নন তামিম। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হয় তামিমের। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তিনি। এর আগে ২০২২ সালে বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দেন তামিম।

Tamim Iqbal Commentary

ধারাভাষ্যে তামিম ইকবাল (Tamim Iqbal Commentary)। ছবি- সংগৃহীত

এদিকে অনেক দিন ধরেই ফিটনেস ইস্যুতে ২২ গজের বাইরে আছেন তামিম। তবে কোনো কোনো ভাবে দলের সঙ্গে থাকেন তামিম। এবারও ভিন্ন ভূমিকায় দলকে সঙ্গ দেবেন। তবে তামিমের জন্য এটি বেশ রোমাঞ্চকর, কেননা প্রথম বারের মতো দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে তাকে। তার ধারাভাষ্য দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রথম টেস্টে চেন্নাইয়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট