Connect with us
ক্রিকেট

ভারত সফরের টেস্ট দল ঘোষণা, একজনকে বাদ দিলো বিসিবি

CrifoBD team
পাকিস্তান সফরের সময় এমন উল্লাস বারবার দেখা গেছে। ছবি- ক্রিকইনফো

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের এবার ভারত সফরের পালা। এই সফরে দুটি টেস্ট খেলবে টাইগাররা। এরই মধ্যে ভারত প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে। আজ বাংলাদেশও দল ঘোষণা করেছে। সদ্য ঘোষিত এই দলে পাকিস্তান সফরে থাকা একজন বাদ পড়েছেন।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। তাছাড়া বাকি সবাই দলে টিকে গেছেন। শরিফুলের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন জাকের আলী।

এবারই প্রথম সাদা জার্সিতে ডাক পেলেন জাকের। এর আগে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও সুনাম রয়েছে তার।

আরও পড়ুন:

» ম্যাচ হেরে ক্যামেরায় থাপ্পড়, তোপের মুখে মার্টিনেজ (ভিডিও) 

» দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্টের ভেন্যু চূড়ান্ত করেছে বিসিবি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শুরু হওয়া এই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ভারত সফরের টেস্ট সিরিজে বাংলাদেশ দল: সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

প্রথম টেস্টে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, লোকেশ রাহুল, শুবমান গিল, সরফরাজ খান, বিরাট কোহলি, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, ও ইয়াশ দয়াল।

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট