Connect with us
ফুটবল

মিয়ামিকে মেসির ধন্যবাদ, মঞ্চে দাঁড়িয়েই জানালেন পরিকল্পনা

ইন্টার মিয়ামি নিয়ে মেসির পরিকল্পনা

নান্দনিক অনুষ্ঠানে বরণের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামি অধ্যায় শুরু করেছেন বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি। রবিবার ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামের মঞ্চে হাজারো মিয়ামি সমর্থক ও ফুটবল প্রেমিরা আর্জেন্টাইন সুপারস্টারকে বরণ করে নেন।

সেদিন ফ্লোরিডার আকাশ ছিল ঝড়-বৃষ্টিতে ভরা। তবে মেসি ঝড় যেন সবকিছু ছাপিয়ে গেল। সমর্থকদের উচ্ছ্বাস আর আতশবাজির ঝলকানিতে ফ্লোরিডার মেঘাচ্ছন্ন আকাশ আলোকিত হয়। নির্ধারিত সময়ের দুঘণ্টা পর শুরু হয় অনুষ্ঠান। আর্জেন্টিনা অধিনায়ক স্টেডিয়ামে প্রবেশ করতেই উচ্ছ্বাস বেড়ে দ্বিগুণ হয়। এসময় মঞ্চে মিয়ামির তিন কর্ণধার ডেভিড বেকহ্যাম, হোসে আর. মাস ও জর্জ মাস লিওর হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন।

messi miami

মঞ্চে দাঁড়িয়েই মিয়ামি সমর্থকদের আশার বাণী শুনিয়েছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। মেজর লীগ সকারে (এমএলএস) মিয়ামির সুদিন ফেরানোর প্রত্যয়ের কথা জানান মেসি।

তিনি বলেন, আমরা সামনে ভালো একটা সময় কাটাতে যাচ্ছি, ভালো কিছুই হবে। আজকের সব আয়োজনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার আর তর সইছে না।

মঞ্চেই নিজের পরিকল্পনার কথা জানান এলএমটেন—বলেন, আমি প্রতিদ্বন্দ্বিতা করার তাড়না বোধ করছি। সব সময়ের মতো এখানেও জিততে চাই, মিয়ামিকে আরও বেড়ে উঠতে পাশে থাকতে চাই।

বর্তমানে মেজর লীগ সকারে ধুঁকছে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে মিয়ামির অবস্থান একেবারে তলানিতে। এবার মেসির স্পর্শে ঘুরে দাঁড়িয়ে সুদিন ফেরার আশায় নতুন স্বপ্ন বনতেই পাড়েন মিয়ামি সমর্থকরা।

এদিকে ফুটবলের এই জাদুকরকে পিএসজি ছাড়ার আগেই ঘরের ছেলেকে ফেরাতে আটঘাট বেধে নেমেছিল বার্সেলোনা। তবে অভিমানি মেসি ফেরেননি সেখানে। এছাড়া বিশ্ব সেরা এই ফুটবলারকে পেতে টাকার বস্তা নিয়ে নেমেছিল সৌদি লিগের ক্লাব আল হিলাল। তবে শেষ পর্যন্ত পরিবারের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মেসি বেছে নেন ইন্টার মিয়ামিকে। মার্কিন এ ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য (২০২৩-২০২৫ সাল) চুক্তিবদ্ধ হন মেসি।

আরও পড়ুন: উইম্বলডনের নতুন রাজা আলকারাজ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল