Connect with us
ক্রিকেট

ভুল করে কেনা সেই ব্যাটসম্যানই জেতাল পাঞ্জাবকে

Shashank Singh
আইপিএলের মিনি নিলামে ভুল করে শশাঙ্ক সিংকে কিনেছিল পাঞ্জাব। ছবি- সংগৃহীত

চলমান আইপিএলের সবশেষ নিলামে ভুল করে এক ক্রিকেটারকে কিনে ফেলে বলিউড তারকা প্রীতি জিন্তার ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। মাত্র ২০ লাখ রুপিতে শশাঙ্ক সিংকে কেনার পর পরই নিজেদের ভুল বুঝতে পেরে তা আইপিএল কর্তৃপক্ষকে তারা জানায় এবং তা বাতিল করতে চায়। কিন্তু সেটা নিয়ম বহির্ভূত বলে সেটা আর বাতিল করা সম্ভব হয় না।

এবার সেই ভুল করে কেনা শশাঙ্ক সিংয়ের ব্যাটে চড়েই হারতে বসা ম্যাচে জয় তুলে নিল পাঞ্জাব। গতকাল রাতে (বুধবার) আইপিএলে গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচে প্রতিপক্ষ ৩ উইকেটে হারিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাঞ্জাব। আর সেটা সম্ভব হয়েছে ছয় নম্বরে ব্যাট করতে আসা শশাঙ্কের ২৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংসের কল্যাণে।

আগে ব্যাট করা গুজরাট ২০০ রানের পাহাড় টপকানোর লক্ষ্য দেয় পাঞ্জাবকে। জবাবে ৮.৪ ওভারে ৭০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে এখনো আইপিএল শিরোপা জিততে না পারা পাঞ্জাব কিংস। এরপরই ২২ গজে ব্যাট হাতে নেমে দলের হাল ধরেন শশাঙ্ক। ৬ টি চার ও ৪ টি ছয়ে মারে অসাধারণ ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৩২ বছরের শশাঙ্ক। গতকাল ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ২১০.৩৪।

যদিও আসরের প্রথম তিন ম্যাচে তেমন হাসেনি এই স্থানীয় ক্রিকেটারের ব্যাট। প্রথম তিন ম্যাচে তার মোট রান ছিল ৩০, এর মধ্যে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ডাকও মেরেছিলেন। শশাঙ্ক সিংয়ের দুর্দান্ত ইনিংসের সুবাদে শেষ দিকে আশুতোষ শর্মার ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসটি ঢাকা পড়ে গেছে। এছাড়াও ২০০ রানের লক্ষ্যটি পেরোতে জনি বেয়ারস্টোর ২২ রান ও প্রবশিমরান সিংয়ের ৩৫ রানও অবদান রেখেছে।

আরও পড়ুন: কেমন হতে পারে মুস্তাফিজবিহীন চেন্নাইয়ের একাদশ? 

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট