Connect with us
ফুটবল

যে কান্না আনন্দের

Yarjan Begum goalkeeper
ইয়ারজান বেগম। ছবি- সংগৃহীত

বিদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে গিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা গোলরক্ষক। তাই আবেগ কাজ করাটাই ছিল স্বাভাবিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ইয়ারজান বেগমের। কেননা তার নৈপূন্যেই ভারতকে হারিয়ে সাফ জয়ের স্বাদ পেল জুনিয়র টাইগ্রেসরা। 

গতকাল রোববার (১০ মার্চ) নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে নির্ধারিত সময়ে ১-১ সমতায় ম্যাচ শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতের মেয়েদের নেয়া তিনটি শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশের জয় করেন ইয়ারজান।

কেবল ফাইনাল ম্যাচেই নয়, গোটা আসরে দুর্দান্ত গোলকিপিং করেছেন এই তরুণী। আর তাই ফাইনাল শেষে হয়েছেন টুর্নামেন্টের সেরা গোলকিপার। ম্যাচ শেষে সেরা গোলকিপারের পুরস্কার হাতে নিয়ে আবেগী হয়ে পড়েন তিনি। মাঠে কান্না করে দেন ইয়ারজান, যদিও সেই কান্না ছিল কেবল আনন্দের। এর আগে তিনি উঠে এসেছিলেন সারাদেশে ফুটবলার বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে।

কান্নাজড়ানো গলায় নিজের অনুভূতি প্রকাশ করার পাশাপাশি কৃতিত্ব দিয়েছেন নিজের বাবাকে, ‘জীবনে প্রথম বিদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলাম। তাতে সেরা গোলকিপারও হলাম। এ অনুভূতি দুর্দান্ত। আমার এই সাফল্যের সব কৃতিত্ব কোচ আরিফুর রহমান আর আমার বাবার। আমার বাবা আর কোচকে এই সাফল্য উৎসর্গ করলাম।’

বাংলাদেশি জুনিয়র নারী এই গোলকিপারের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। তাকে নিয়ে প্রশংসা করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন, ‘ইয়ারজান টুর্নামেন্টে সাবলীল পারফরম্যান্স করেছে। স্নায়ুচাপ ধরে রেখে কীভাবে পারফর্ম করতে হয় তা দেখিয়েছে। ও প্রশংসার যোগ্য। বিশেষ করে টাইব্রেকারে ওর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছি।’

আরও পড়ুন: ক্রিকেটের রাজকীয় সংস্করণে সুখবর পেল ভারত

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল