ভারত বিশ্বকাপে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়ে দলে নিজের অবস্থান জানান দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন যাবত বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে আসছেন তিনি। এখনও বাংলাদেশের মিডেল অর্ডারে বড় ভরসার নাম এই রিয়াদ। চলতি বিপিএলেও নিজের ফর্ম ধরে রেখে প্রশংসা কুড়াচ্ছেন দেশি-বিদেশে সকলের।
গতকাল ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলেছেন ৪৭ বলে ৭৩ রানের একটি দারুণ ইনিংস। এদিন অবশ্য রিয়াদের সঙ্গে জুটি বেধেছিলেন আরেক লোকাল ক্রিকেটার সৌম্য সরকার। তিনি করেছিলেন ৭৫ রান। আর এই দুই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল।
এদিন ম্যাচ শেষে বরিশালের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ক্যারিবিয়ান পেসার ম্যাককয়। বিপিএলে নিজের প্রথম ম্যাচে রিয়াদ-সৌম্যর ব্যাটিং দেখে প্রশংসা করেছেন তিনিও। ম্যাককয় বলেন, ‘আমার মনে হয় তখন উইকেট অত বেশি বাউন্সি ছিল না। তারা (রিয়াদ এবং সৌম্য) স্মার্ট ক্রিকেট খেলেছে।’
ম্যাচে রিয়াদ-সৌম্যের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের বিশ্লেষণ করে তিনি বলেন, ‘তারা (রিয়াদ এবং সৌম্য) লেন্থ বলের জন্য অপেক্ষা করেছে। পায়ের ব্যবহার করেছে খুব ভালোভাবে। বোলারদের চাপে রেখেছে প্রতিনিয়ত। এর ফলে তারাই এগিয়ে যেতে পেরেছে বোলারদের চেয়ে। দারুণ ক্রিকেটীয় সব শট খেলেছে তারা।’
বিপিএলে নিজের প্রথম ম্যাচের অভিজ্ঞতা শেয়ার করে ম্যাককয় বলেন, ‘দারুণ ছিল। প্রথম বল থেকেই মজা করেছি আমি। আমি কোনো চাপ অনুভব করিনি। ইতিবাচক চিন্তা করেছি। একেক ব্যাটারের খেলার ধরন একেক রকম। আমি বোলার হিসেবে ভিন্ন ধরনের স্কিল রপ্ত করেছি। আমার মনে হয় উইকেটের মূল্যায়ন করে নিজের বৈচিত্র্য আর গতি কাজে লাগিয়ে বল করাটাই ভালো।’
রিয়াদের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন বিসিবি পরিচালক আকরাম খানও। রিয়াদ একজন পরীক্ষিত খেলোয়াড় তার প্রমাণ করার কিছু নেই এমনটাই মনে করেন তিনি, ‘রিয়াদ শুরু থেকে ভালো করছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে খেলছে। তারা অটোমেটিক চয়েজ।’
তবে রিয়াদের টি-টোয়েন্টি দলে ফেরা না-ফেরা নির্ভর করছে সিলেক্টর, কোচ ও ক্যাপ্টেনের চাওয়ার ওপর এমনটাই মনে করেন আকরাম খান। তিনি বলেন, ‘ওরা (সিলেক্টর, কোচ ও ক্যাপ্টেন) কি ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কি ধরনের খেলোয়াড় ওদের দরকার এটা ওদের ব্যাপার।’
দলের জন্য অনেক কিছু করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি দলে ফেরার জন্য তার পারফরম্যান্স যথেষ্ট মনে করেন আকরাম খান, ‘তবে সে ভালো খেলোয়াড় এতে কোনো সন্দেহ নেই। ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে।’
আরও পড়ুন: ফাইনালে আর্জেন্টিনার জালে জোড়া গোল দিয়ে শিরোপা জিতল ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এফএএস