হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গতমাসে জাতীয় দল ও ইন্টার মায়ামির হয়ে খুব একটা খেলা হয়ে উঠেনি লিওনেল মেসির৷ চোট থেকে সেরে অবশ্য ক্লাবের হয়ে ইতোমধ্যে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি৷ তবে এবার ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে না পাওয়ার শঙ্কা জেগেছে।
আগামী রোববার (২৮ এপ্রিল) মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রিভোলিউশনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। লিগের শীর্ষস্থান ধরে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মায়ামির কাছে৷
কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে মেসিকে না পাওয়ার শঙ্কা জেগেছে৷ কারণটা অবশ্য মেসির চোটের কারণে নয়, কৃত্রিম টার্ফের কারণেই মেসিকে হয়তো আসন্ন ম্যাচে খেলতে দেখা যাবে না।
সাধারণত ন্যাচারাল মাঠের চেয়ে কৃত্রিম টার্ফের মাঠে চোটে পড়ার ঝুঁকি বেশি থাকে। আসন্ন ম্যাচটিও গড়াবে এই কৃত্রিম মাঠে। তাই চোটের ঝুঁকি থাকায় লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে পারে ইন্টার মায়ামি।
মেসির মতো চোটের সমস্যা রয়েছে দলটির তারকা ফরওয়ার্ড লুইস সুয়ারেজরও৷ হাঁটুর চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাহিরে রয়েছেন উরুগুইয়ান এ ফরওয়ার্ড। তাই আসন্ন ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে ছাড়াই খেলতে হতে পারে ইন্টার মায়ামির৷
১০ ম্যাচে ৫ জয়, ৩ ড্র ও ২ হার নিয়ে লীগের শীর্ষে আছে মেসির ইন্টার মায়ামি৷ অন্যদিকে ৮ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মেসিদের আসন্ন ম্যাচের প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রিভোলিউশন৷
আরও পড়ুন: কে জিততে চলেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট?
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/টিএইচ/বিটি