Connect with us
ফুটবল

পেলের মেয়ে দাবী করা ‘সেই’ নারী আসলে তাঁর সন্তান নন

Pele
ব্রাজিল কিংবদন্তি পেলে। ছবি- সংগৃহীত

২০২২ সালের ২৯ ডিসেম্বর মারা যান ফুটবলের রাজা খ্যাত পেলে। তার আগে থেকেই অবশ্য ব্রাজিলের এক নারী নিজেকে এই ফুটবল কিংবদন্তির মেয়ে হিসেবে দাবি করে আসছিলেন। এবার সেই নারীর ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেল, তিনি আসলে পেলের সন্তান নন।

সংবাদ সংস্থা এএফপি পেলের ছেলে সন্তান এদিনিওর বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে, এখন পেলের রেখে যাওয়া সম্পত্তির দেখভালের দায়িত্বে আছেন ৫৩ বছর বয়সী এদিনিও। তিনিই নিশ্চিত করেন যে, ডিএনএ পরীক্ষাটি আরো দু’মাস আগে সম্পন্ন হয়েছিল।

এদিনিও বলেন, ‘আমরা ইতোমধ্যে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করেছি এবং এটাও নিশ্চিত হয়েছি পেলের সন্তান দাবি করা সেই নারী আমাদের বোন নয়। পরীক্ষাগারে তার সাথে আমি নিজেও ছিলাম এবং কোন প্রকার সম্পর্ক যে নেই সেটা আমরা নিশ্চিত হয়েছি।’

বাবার রেখে যাওয়া সম্পত্তির বিষয়ে এদিনিও বলেন, ‘ব্যাপারটি বেশ স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। আমাদের ভাইদের মধ্যে ভালো সম্পর্কও আছে। মার্সিয়ার (পেলের তৃতীয় স্ত্রী) দিক থেকেও তার কোন সমস্যা নেই। আমার বাবা যেভাবে তার ইচ্ছা পোষণ করে গেছেন, তার প্রতি আমরা সর্বোচ্চ সম্মান দেখানোর চেষ্টা করবো।’

মূলত গত বছরের শেষের দিকেই প্রথম আংশিকভাবে পেলের সম্পত্তির উত্তরাধিকার কারা তা প্রকাশ পায়। তখন সংবাদ সংস্থা এএফপিকে পেলের স্ত্রীর আইনজীবি লুইজ কিগনেল জানিয়েছিলেন, পেলের হয়তো আরেক জন কন্যা সন্তান আছে।

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পেলে আনুমানিক ১৭৩ কোটি ৯৩ লাখ টাকার সম্পত্তি রেখে গেছেন। তবে বিষয়টি নিয়ে পেলের পরিবার থেকে কিছু জানতে পারা যায়নি বলে এই ব্রাজিলিয়ান গ্রেট এর সম্পত্তির সঠিক হিসাব হিসাব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: নেইমারকে ছাড়াই ৪ ম্যাচ খেলার সূচি ব্রাজিলের

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল